মন
হারিয়ে গেছে দস্যি আমার মন
খুঁজব কোথায় ভাবছি সারাক্ষণ
হাওয়ার খামে মনকে চিঠি লিখে
পাঠিয়ে দিলাম পত্র লিখে-লিখে।
সাগর নদী মেঘের আলাপনে
খুঁজছি তাকে দূর পাহাড়ের বনে
নীলগিরিতে হীম শিশিরের ফুলে
রিমাক্রি আর নাফাখুমের কূলে
খুঁজছি যখন মেঘালয়ের জলে
মেঘ-ডানার এক ঘোড়ায় চড়ে বলে
আর হব না বন্দী তোমার ঘরে
যতই খোঁজো কান্না দু’চোখ ভরে
কেওক্রাডাং চূড়ায় দেখি তাকে
নিজের ছবি আকাশজুড়ে আঁকে
চুপি চুপি ধরতে গেলাম যেই
অমনি দেখি মন সেখানে নেই।
ও মন তোকে আবার যদি পেতাম
স্বপ্ন-রঙিন দূর অজানায় যেতাম।
মুক্তাবতী একটি ঝিনুক
আজ সারাদিন ভাবের সাথে আড়ি
আসল না তাই ছন্দ মনের বাড়ি
লেখার খাতা শূন্য এবং সাদা
উদাস চোখে অশ্রুবিহীন কাঁদা।
মানুষ পাঠের স্কুল কোথায় পাই
জ্ঞান সাগরের মহৎ কুলে যাই
পড়ব মানুষ পৃষ্ঠা খুলে-খুলে
দেখব খুঁজে কী হারালাম ভুলে!
ডুব দিয়েছি নিজের ভেতর আজ
দেখছি একি নিপুণ কারুকাজ
মুক্তাবতী একটি ঝিনুক ঘুমে
ঘুম ভাঙালাম আলতো আদর-চুমে!
পাখি
অতিথি এক পাখি এলো
বাঁধল নাতো বাসা
সেই পাখিটা নিয়ে মনে
জমল কত আশা।
কি জাদু ওই কণ্ঠে পাখির
মিষ্টি সুরের দোলা
যাই নিজেকে ভুলে তবু
যায় না তাকে ভোলা।
পেরিয়ে নদী সমুদ্দুর
কোন বনে সে থাকে
পাখির বাড়ি কোন সুদূরে
দেখতে যাবো তাকে।
পাখির নামটি হয়নি জানা
কী নাম ধরে ডাকি
বইবে যখন শীতের হাওয়া
আসবে ফিরে নাকি?