উদ্ভাবনী পথে
এই যে মিনিট প্রতি
চোখ বুলাতেই ডগমগে হই দেখে সব উন্নতি–
এর পিছনে যুক্ত আছে লোকের বিশেষ জ্ঞান
তারাই বোঝে যাদের খোলা আছে চোখ ও কান।
ওই যে দেখো উড়ছে মানুষ পাখির চেয়ে দ্রুত,
নামছে জলের জাদুঘরে–হচ্ছে না লাইনচ্যুত।
আসছে ফিরে উপকারী বস্তু হাতে-হাতে
লাগাচ্ছে তা ছোট-বড় সব ধরনের খাতে।
দেখছ মাঠে কলের লাঙ্গন, যন্ত্র আধুনিক,
অল্পশ্রমে ফসল ফলায় দ্বিগুণ-ত্রিগুণ ঠিক।
গড়ে তোলে আরাম করে থাকার এমন ঘর
ধাক্কা দিতে কাল বৈশাখের বুকে দ্বিধা-ডর।
বাড়ির পাশেই কলকারখানা আকাশটা ছুঁই ছুঁই,
চাঁদ গড়িয়ে নেমে খোঁজে ছাদে নাকি জুঁই।
জুঁই আর আমি কম্প্যুটারে তখন খেলছি, লেখছি,
শিখে যাচ্ছি, জেনে যাচ্ছি যখন যত ঠেকছি।
অজানাকে ঘেঁটে ঘেঁটে মণি-মুক্তা এনে
বিলিয়ে দিয়ে উঠাচ্ছি লোক দৈন্য থেকে টেনে।
ইচ্ছে হলে তুমিও পারো আমার সাথী হতে
লেগে থাকলে ফল পাবে এই উদ্ভাবনী পথে।
.
বোশেখ এলো
সুখের-দু’খের দিন পেরিয়ে মেঠো পথটি দিয়ে
বোশেখ এলো বটতলাতে পান্তা-ইলিশ নিয়ে।
এলো বায়নার খেলনা হাতে, নিয়ে মজার মিষ্টি,
প্রায় হারিয়ে যেতে থাকা গেরাম-বাংলার কৃষ্টি।
ফিরিয়েছে পুতুলের নাচ, মোরগ মোরগ লড়াই–
লাল মোরগে জেতার পরে দেখিয়ে যাওয়া বড়াই।
টিয়ে দিয়ে ভাগ্য দেখা, ভেলকি লাগের খেলা
শতো শিশুর হাততালিতে জমিয়েছে মেলা।
লাঠি, দড়ি, ঢেঁকি খেলার হই চইয়ের উৎসব
দর্শনে লেজ গুটিয়েছে মন-ভারী-ভুত সব।
‘চাচা আপন জানকে বাঁচা’ খেলায় নাচানাচি,
তখন বাতাস নাচছে পাতায়, পাখিও কাছাকাছি।
কলাপাতার বাঁশির সুরে কাঠের ঘোড়াও নাচে,
ঘাসফড়িংয়ের লম্ফ দেখে রোদেও লাফায় ঘাসে।
কাছি টানা, ক্রিকেট, ম্যাজিক–চলছে যুবায় কুস্তি,
পুরানে আর নতুন খেলায় চলতে থাকে দুস্তি।
বোশেখ এলো, সবার ঘরেই পড়ে খাওয়ার ধুম,
টিভি নেটে এসব দেখে হারাম কারো ঘুম।
আম কাঁঠালের আগাম খবর নাকে দেয় সুড়সুড়ি,
খাওয়ার লোভে নামছে নাকি চাঁদের চরকা বুড়ি–
মিলেমিশে ভুলিয়ে দিতে আগের যতো কষ্ট,
নতুন বাক্য পাঠ করাতেও দিবালোকে স্পষ্ট।
.
মারমুখী হয় প্রশ্ন
বছরেই ভুল চিকিৎসাতে
মরে আড়াই লক্ষ
মারমুখী হয় প্রশ্ন, এরা
পেশায় কি অদক্ষ?
যদিই তা হয় পেলো কিসে
চাকরি-হরিণ কব্জায়
খুলে বলতে গিয়েই ভাবছো
মান থাকে না–সব যায়?
আমার দেশের চিত্র কি আর
এ সব ফুটোর উর্ধ্বে?
এড়িয়ে যেতেই বলছো, বাঁশি
আরও বেশি সুর দে?
এ দেশ, সে দেশ–সব জায়গাতেই
গলাকাটা সেবা,
পরিস্থিতির উন্নয়নে
এগিয়ে আসবে কে বা?
যে লঙ্কা যায় সেই সে রূপে
রাজ্যটাকে চায়,
জনগণের নাম ভাঙিয়ে
মাংস ও খুন খায়।