আমি আজ ঢাকা এসে বৃষ্টিতে ভিজেছি
রিকশায় বসেও যে কাক-ভেজা হয়েছি।
মতিঝিল ছেড়ে গেছি মিডফোর্ট-সেদিকে
ঝড়ো-হাওয়া ছুটে যায় আমি যাই যেদিকে।
এরই মাঝে থেমেছিল একবার বৃষ্টি
উঠেছিল মেঘ ফেটে সোনা-রোদ মিষ্টি।
তাই দেখে নেমে পড়ি কাদামাখা সড়কে
রিকশায় চড়ে দেখি আমি যেন নরকে।
যানজটও পানি জমে কী বেহাল দশাটা
তখনই তো ছেড়ে দেই ঢাকা-সুখ আশাটা।
মন্তব্য