আর পাবে না রক্ষা
এক মাঘে শীত যায় না বলে
যতই তুমি চেঁচাও
কথার মাঝে অন্য কথায়
যতই কথা পেঁচাও
আমরা জানি তোমার ভেতর
কেবল ফন্দি-ফিকির
তোমার আছে চামচা হাজার
করতে তোমার জিকির
সেই সুবাদে মালিক তুমি
বাড়ি গাড়ি ভূমির
কে পায় তোমার নাগাল? তুমি
অগাধ জলের কুমির
আমরা জানি আজ না হলেও
কাল কী হবে তোমার
সরিয়ে দিতে নেই প্রয়োজন
গুলি বারুদ বোমার
হাতের কাছে যে যা পাবে
মারবে তাতেই ছক্কা
পটল তোলো নাই বা তোলো
আর পাবে না রক্ষা।
অতিরিক্ত
বেশি করে চিপলে লেবু তিতে হয়
অধিক কথা বললে কথার
মাশুল অনেক দিতে হয়।
গাছ থেকে আগাছার থাকে বাড় বেশি
সারি কাঠের গাছের চেয়ে
শস্যে লাগে সার বেশি।
গভীর জলের মৎস যদি ডাঙা পায়
মরণ ভুলে ইচ্ছে তারও
হাঁটতে ডাঙায় রাঙা পায়।
অনেক টাকার মালিক হলে ভুল লোকে
তার পেছনেও লোক বেশি যায়
হারিয়ে নিজের মূল্যকে।
এই সমাজে বেশির কদর বেশ থাকে
দ্রব্যের দাম বাড়লে বলি
দামের কি আর শেষ থাকে ?
গ্যাস-বিদ্যুৎ? বৃদ্ধি অতিরিক্ত
লেবু চেপার মতোই এখন
মনটা সবার তিক্ত।
বুঝতে পারি না মাজেজা
মানবতা মানবতা করে নাচে যত মানবতাবাদীরা
গোপনে গোপনে হেসে অস্থির চিহ্নিত অপরাধীরা।
এ ব্যাপারে কথা বললেই কে যে বলে, ‘যা নিজের কাজে যা’
কার কাছে বলি গভীর বেদনা বুঝতে পারি না মাজেজা।
কত প্রেম কত জ্বালা-যন্ত্রণা ঢেকেছি চোখের পানিতে
ছালা ভরে ঢেলে সরিষা দিলেও তেল পাই না কো ঘানিতে।
দুঃসময়ের কান্না যখন ভারী হয়ে থাকে বাতাসে
পাথরে পিষেও ভাঙানো যায় না ডাল, কী আজব যাঁতা সে।
আমার বাড়িতে অসহায় লোক আশ্রয় নিলে ক্ষতি কী?
কিন্তু সে যদি চিরদিন থাকে তখন আমার গতি কী?
মানবতা যদি দেখাতেই হয় দেখাক, যে শক্ত পেশীতে
নিজেদের বাড়ি নিয়ে যাক দেখি থাকে কিনা রেষারেষিতে।