সম্প্রতি প্রকাশিত হয়েছে শরাফত হোসেন সম্পাদিত বই আলোচনাবিষয়ক ছোটকাগজ ‘বুক রিভিউ’। বাংলা ভাষায় একমাত্র বই বিষয়ে মুদ্রিত পত্রিকা ‘বইয়ের দেশ’—এমন দাবিকে চ্যালেঞ্জ ছুড়ে যাত্রা শুরু প্রকাশনাটির। বাংলা-ইংরেজি দুই ভাষাতেই বইয়ের আলোচনা নিয়ে সাজানো হয়েছে সংখ্যাটি। এতে দুই বাংলার লেখকদের নির্বাচিত ২০টি বইয়ের আলোচনা স্থান পেয়েছে। বলা বাহুল্য, নির্বাচিত বইগুলো যেমন তাৎপর্যপূর্ণ, তেমনি আলোচকরাও স্ব-স্ব পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ। আলোচনা-পাঠোদ্ধারমূলক গদ্যগুলো পাঠ করে পাঠক মূল বই পাঠে আগ্রহী হবেন একথা নিঃসন্দেহে বলা যায়। লেখক ও পাঠকের যোগসূত্র স্থাপন করতে এটি মহৎ উদ্যোগ, অন্তত আমাদের দেশের প্রেক্ষাপটে। বলা যায় নির্বাচিত বইয়ের পাঠোদ্ধারমূলক গদ্য পাঠকদের সামনে উপস্থাপন করার মাধ্যমে বুক রিভিউ একটি গুরুত্বপূর্ণ কাজের সূচনা করলো। আমি বিশ্বাস করি, এ যাত্রা অব্যাহত থাকবে। লেখক ও পাঠকের মধ্যে সেতুবন্ধনের কাজটি নিয়মিত করে যাবে প্রকাশনাটি।
প্রকাশক মাত্রই প্রত্যাশা করেন সবাই বই পাঠ করুক। পাঠকের প্রত্যাশা প্রকৃত বইটি পাঠ করার। আর লেখকের চাওয়া, অধিক পাঠের পাশাপাশি প্রকৃত পাঠক পড়ুক তার রচনা। প্রকৃত পাঠক বলতে যারা বিষয়ের মর্ম অনুধাবন করে বই পড়েন এবং বই নিয়ে আলোচনা করেন তাদের বোঝাতে চেয়েছি। প্রকৃত পাঠকের আবার সব বিষয়ে আগ্রহ কম থাকে,থাকাই যুক্তিযুক্ত। ফলে বইটি সম্পর্কে প্রকৃত ধারণা পেতে আলোচনার বিকল্প নেই।
সম্পাদকের দাবি মূল বইয়ের পাঠ, পুনঃপাঠ, পুনঃপুনঃপাঠ, বিশ্লেষণ ও ব্যাখ্যা দেবে সমালোচক। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয়—আমাদের দেশে সমালোচনা সাহিত্যের ব্যাপ্তি ঘটেনি। ফলে গুরুত্বপূর্ণ বইগুলো রয়ে গেছে অনালোচিত। লেখকের জীবদ্দশায় মূল্যয়িত হয়নি অনেক গ্রন্থ, এমনকি লেখক নিজেও। এ অবস্থার অবসান হওয়া জরুরি। এক্ষেত্রে ‘বুক রিভিউ’ দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে।
বুক রিভিউ’র এই সংখ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিয়ে আলোচনা করেছেন মো. আবদুল মান্নান। বেলাল চৌধুরী লিখেছেন লাভলী বাসারের গল্পের বই ‘নাঙ্গা হুজুরের পাথর স্বর্গ’, জয়দুল হোসেনের কবিতার বই ‘সমুদ্রতীরে একা’ নিয়ে লিখেছেন শাদমান শহিদ, আসলাম সানীর ‘বাত মেরা সাচ্চা ঢাকা বাহুত আচ্ছা’ নিয়ে লিখেছেন নিরঞ্জন অধিকারী, আনিস মুহম্মদ সম্পাদিত ‘শেখ হাসিনাকে নিবেদিত কবিতা’ বই নিয়ে লিখেছেন তপন বাগচী, আমীরুল ইসলামের ছড়ার বই ‘মেঘে মেঘে ঝুলে আছে আমাদেও ছড়া’ বই নিয়ে লিখেছেন কাজী মোহিনী ইসলাম, কবি শৈলেশ্বর ঘোষকে নিয়ে রচিত ত্রিপুরার কাবি স্বাত্ত্বিক নন্দীর ‘নীলপাখি অথবা কালোবুদ্ধ’ বই নিয়ে লিখেছেন ইশরাত আফতাব অনন্যা, পশ্চিমবঙ্গের কাজল চক্রবর্তীর কবিতার বই ‘বিষাদময় মেঘেদের জন্য’ নিয়ে লিখেছেন শরাফত হোসেন, নুরুল্লাহ মাসুমের গল্পের বই ‘গোলকীর চর’ নিয়ে লিখেছেন আনিস মুহম্মদ, মোহাম্মদ নূরুল হকের প্রবন্ধের বই ‘কবিতার সময় ও মনীষার দান’ বইটির পাঠমূল্যায়ন করেছেন চাণক্য বাড়ৈ, সোপানুল ইসলামের উপন্যাস ‘মনের নির্বাসন’ নিয়ে লিখেছেন শেখ হাসান হায়দার, কাজী মোহিনী ইসলামের কবিতার বই ‘কিছু মৌনতা কিংবদন্তি হয়ে ওঠে’ নিয়ে লিখেছেন রুকাইয়া নাজরীন, আবু জাফর খানের গল্পের বই ‘মাধবী নিশীথিনী’ নিয়ে লিখেছেন ইমরান মাহফুজ, মাজহার সরকারের কবিতার বই ‘গণপ্রজাতন্ত্রী নিঃসঙ্গতা’ নিয়ে লিখেছেন মোহাম্মদ আবু বকর সিদ্দিক, নিলয় রফিকের কবিতার বই ‘পিপাসার পরমায়ু’ নিয়ে লিখেছেন আজিজ কাজল, গিরীশ গৈরিকের কবিতার বই ‘ক্ষুধার্ত ধানের নামতা’ নিয়ে লিখেছেন হাসান ইকবাল, দেবব্রত ভৌমিকের গল্পের বই ‘বেনামী’ নিয়ে লিখেছেন সুরাইয়া হেনা। এছাড়া ইংরেজি অংশে কাজী নজরুল ইসলামের ভালোবাসার কবিতার সংকলন নিয়ে নাশিদ কামাল অনূদিত বই ‘চক্রবাক’ নিয়ে লিখেছেন আয়েশা কবির, শিল্পী আহমেদের গল্পের বই ‘রিকনসিলেশন’ নিয়ে লিখেছেন নাশিদ কামাল এবং মাসুদ আহমেদ রচিত ‘ডাস্ক ডন অ্যান্ড লিবারেশন’ বইটি নিয়ে লিখেছেন নাফিস ইমতিয়াজ।
সম্পাদকীয় অংশে সম্পাদক লিখেছেন—‘‘সৃজনশীল কিংবা মননশীল, যেকোনো সাহিত্যের ব্যাখ্যা পাঠককে আগ্রহী করে তোলে নতুন করে পাঠের প্রতি। এজন্য দরকার নিয়মিত পাঠোদ্ধারমূলক আলোচনা, ব্যাখ্যা ও বিশ্লেষণ। তাহলেই টেক্সট-এর প্রতি পাঠকের আগ্রহ নতুন করে সৃষ্টি হতে পারে। বিষয়টি মাথায় রেখেই ‘বুক রিভিউ’-এর যাত্রা।’’ এ বক্তব্যকে সমর্থ করে আমার প্রত্যাশা এ যাত্রা অব্যাহত থাকবে।
বুক রিভিউ
সম্পাদক: শরাফত হোসেন
মূল্য: ৩০ টাকা।