Combat
With touching my old schoolbooks
I feel to get back in blusterous adolescence.
When noon disappears as afternoon falls,
How it felt, seeing the calm water in the afternoon pond,
To be touched by the memories?
Oh! My colorful afternoon
You have forgotten all the turnings of the river
Mind it; I had been your philanderer for a long while.
Forgetting Everything
The distance with you getting longer
nothing is taking place as desired.
The sky through the widows up there
nonetheless I’m unable to touch it.
I’m getting out of me stepwise
forgetting my own yards,
weald with full of buds
and forgetting metallic pains
that had been in me.
I get halted in me─
as I try to come out screaming
merely, however, the distance gets enlarged.
The green grasses of our city has been disappeared,
sentinel purchase nights in exchange with sweating
and whistling, and shouting.
Forgetting myself, gradually,
and so forgetting the difference between nights and daylights.
Flowing Facts
I have lost my marble playing boyhood.
Now I am catching the scenarios,
all the desire of well-being has gone in captivity
foggy evenings come out of swallow’s beaks
and the greenish forest is burning ruthlessly,
speechless shadow containing in eyes and hairs
And my finger’s-touch gets turned to verses.
Translated by Mohshin Habib
দ্বৈরথ ও অন্যান্য ॥ শরাফত হোসেন
দ্বৈরথ
পুরনো বইয়ে হাত বুলিয়ে ফিরে পেতে চাই
দুরন্ত কৈশোর!
গড়িয়ে দুপুর নামলে বিকেল শান্ত পুকুর জলে
লাগল কেমন স্মৃতি রোমন্থন?
হায়রে আমার রঙিন বিকেল—বাঁক ভুলেছে নদী
আমিও তোমার নাগর ছিলাম মাতাল নিরবধি।
ভুলে যাচ্ছি সব
তোমাদের সাথে কেবলই দূরত্ব বেড়ে যায়
ইচ্ছে মতো হচ্ছে না কিছুই
জানালার ফাঁক গলে ওপারে আকাশ
হাত বাড়িয়ে যাচ্ছে না ধরা।
বের হতে হতে ক্রমশ ভেতর ভুলে যাচ্ছি
ভুলে যাচ্ছি আঙ্গিনা, প্রান্তর জড়ানো বকুল
অস্তিত্বে মিশে থাকা ধাতব যন্ত্রণা বিশেষ
তীব্র চিৎকারে বেরিয়ে আসতে গিয়ে ভেতরেই আটকা পড়ি
কেবলই দূরত্ব বেড়ে যায় তোমাদের সাথে।
আমাদের নগরে সবুজ ঘাস আজ বিলিন
ঘামের দামে রাত্রি কেনে প্রহরী ফুৎকারে, চিৎকারে
বের হতে হতে ক্রমশ ভেতর ভুলে যাচ্ছি
ভুলে যাচ্ছি দিন আর রাতের ফারাক।
ঘটনাপ্রবাহ
মারবেল শৈশব হারিয়ে কেবলই দৃশ্য ধারণ করি
খাঁচাবন্দি মঙ্গলভাবনা, চাতকপাখির ঠোঁটে
. বরফ গলে বেড়িয়ে আসে কুয়াশা সন্ধ্যারা
সবুজ বন পুড়ছে মায়াহীন, চোখে
চুলে নির্বাক ছায়া, গন্ধেরা মাতাল হলে
আঙুলের ছোঁয়া হয়ে ওঠে কবিতার পঙ্ক্তি।