অর্জন
এক হৃদয় ভালোবাসার বিনিময়েও
তোমাকে ছিনিয়ে নিলো উচ্চাভিলাষ।
তবু আমার অর্জন তুমি না হলেও
তোমার বিশ্বাস।
চলে যেতে যেতে এক বুক বিশ্বাসে বলে গেলে-
‘আমার সমূহ সকল বিপদে
তোমার মতো নেই কারও প্রতি বিশ্বাস।’
শুধু দু’জনের দু’টি বুকে রয়ে গেলো
এক বুক হাঁসফাঁস।
হাহাকার
পৃথিবীতে মানুষের সংখ্যা বৃদ্ধির হারের সাথে
পাল্লা দিয়ে বাড়ে মনের দূরত্ব
যত বেশি দেহের ঘনত্ব
তারচেয়ে বেশি একাকিত্ব।
বন্ধু, সভ্য হতে হতে
কোথায় চলেছি মূলত!
আর কত সভ্য হলে
মানুষ হতো? বলো তো!
সভ্য নয় মানুষ হওয়ার বাসনায়
হাহাকার, মন খুব পোড়ে তো।
অগ্নি জন্ম
মাতৃগর্ভ থেকেই এক
অগ্নিপিণ্ড হয়ে জন্মেছিলাম,
মায়ের ব্যক্তিগত চাওয়া ছিল
একখণ্ড শীতল বরফ।
কারণ, তিনি নিজেও ছিলেন
এক জ্বলন্ত নক্ষত্র
তাই আমার প্রতি সর্বোচ্চ
স্নেহের পরেও
বিধির প্রতি নীরব
অভিমান ছিল তার।
নিজের দহন আমার মাঝেও
দেখবেন না বলে
খুব অসময়ে বিধির কাছেই
ফেরত গেলেন।
ঠিক যে সময়ে তাকে
ভীষণ প্রয়োজন ছিল।
সেই থেকে জ্বলে যাচ্ছি
মায়ের মতন বিশুদ্ধ এক
নক্ষত্র হয়ে উঠবার জন্য।
এই অগ্নি বৈশিষ্ট্যের কারণে
কোনো নারীর ভালোবাসা পাইনি বলে
কোনো প্রেমিকা নেই আমার।
অধিকাংশ নারীই আগুনকে
পছন্দ করলেও
ভালোবাসে না কেউই।