[মেঘ অদিতি—একাধারে কবি, কথাকার ও সাহিত্যসম্পাদক। আজ ৫ মে, আজ এই কবির জন্মদিন। মেঘ অদিতি পেশায় গ্রাফিক ডিজাইনার। সম্পাদনা করছেন ছোটকাগজ ঐহিক। এই পর্যন্ত প্রকাশিত গ্রন্থসংখ্যা ছয়। আজ এই কবির জন্মদিন উপলক্ষে স্বনির্বাচিত পাঁচটি কবিতা প্রকাশিত হলো।]
মে ফ্লাওয়ার
কী ভীষণ ঝরছ যে মে ফ্লাওয়ার
জন্মদিনে লেগেছে মৃত্যুশোক
কাকে ফেলে নেবে কাকে
আমাদের পথঘাট—নিয়ন্ত্রিত সব
নদীগুলো রেখে গেলে নগরকীর্তনে—
কীভাবে নিচ্ছ পড়ে, আমাকে?
একটি আত্মঘাতী ফুল তোমাকে
উদযাপনের এত এত শেড
এত তীব্র অন্ধকার
প্রিয় মুখ—
স্বীকার করি সুতীব্র চিৎকারের পাপ
স্বীকার করি দুরভিসন্ধির সন্ত্রাস
ঠিকরে গেছে আমার সেপিয়ার টোন
ঘুণপোকা কেটে নিলো এই জন্মান্ধের আয়ু
তোমাকে আলো দেব বলে
সকালের কাছে যত রাত কুড়োচ্ছি
আলোয় পুড়ে যাচ্ছে তোমার দীর্ঘশ্বাস
সারাদিন ঘুড়ি ওড়াচ্ছি কসমোপলিটান আলো-ছায়ায়
গুঞ্জন
এবার গুঞ্জন তোলো নওল বাতাস
মৃদুস্বরে হোক একবার টুং
ভেঙে ফেলা যাক পুরনো থার্মোমিটার।
সন্ধের ঘ্রাণ মেখে গুল্মলতার মুখবন্ধে
লিখে যাব জ্বরতপ্ত নিস্তব্ধতা
নিরুদ্দিষ্টের দিকে কুঁকড়ে থাকার দিনে
আপাতত নাভিপদ্মে এই বুদ হয়ে থাকা…
পাখি সিম্ফনি ও ক্যালাডোস্কোপ
আর কিছু না—
তোমার চোখেও আছে সম্পূর্ণ দুপুর
এপ্রিল নামের সন্ধ্যা
অথচ ঈশ্বর জানেন
আকাশ থেকে বিরহ নামলে
কোন অন্ধতায় আমি এখনো
খুঁজে বেড়াই চাবি
অপেক্ষা
ফুলের চেয়ে নরম কোনো অপেক্ষা
আর রেমাক্রীর জলে জলে বেপথু রোদ্দুর
ভাবামাত্র ঘুমের ভেতর হেসে উঠল এক লুসিড ড্রিমার
তারপর—বহুদূর সরে গেল আততায়ী মুখগুলো
মাথাভর্তি রোদ, ব্যক্তিগত যৌনতা অথবা
কাফেলা বিষয়ক কোনো সংলাপ ভাবতে গেলেই
আজকাল মনে পড়ে যাচ্ছে
একটা দরজা খোলা এখনও বাকি…