সিরাজী সিরিজ-১
‘পাঠ করলেই ঘোষক নয়; লাশ হলেই শহীদ নয়’
এই চরণ আমাকে নিয়ে যায় ইতিহাসের বাঁকে।
হুইস্কি কিংবা হাজার সিরাজী চাই না।
চাই একজন হাবিবুল্লাহ সিরাজী।
বাংলা চাই, বাংলা খাই।
বৃটেনের লন্ডন, কানাডার লন্ডন চাই না। ঢাকাই আমাদের মা।
সিরাজী সিরিজ-২
হাবীবুল্লাহ সিরাজী ঘুমিয়ে যাবার পর
মাতাল শব্দগুলো ৭০৩-এ শুকনো ফুলের মতো ঝরে পড়ে।
যে গান করার কথা, সে নাচে!
নাচের মুদ্রা আর অর্থমুদ্রা সৎ-সহোদর ভাইবোন।
ঘুমের ঘোরে স্বপ্নের ভেতর থেকে কবি বলে ওঠে:
না, তারা সহোদর। কিন্তু চেনে না মায়ের কণ্ঠস্বর!
তাহাজ্জুতের পূর্বে তারা চলে গেলো—
অচেনা ঈশানে, অচিন নৈঋতে, দূর দিগন্তে!
সিরাজী সিরিজ-৩
শস্যদানায় মিশে থাকে সিরাজীর কবিতা
মিশে থাকে কোয়েলের শিসে!
তার কবিতা রঙবেরঙের মার্বেল হয়ে গড়িয়ে যায় কৈশোরে,
কুমার জলের সাথে কথা বলে কুমারী কবিতা।
যারা ‘জিন্দাবাদ’ বলে পেছনে ছিল, তারা এখন সামনে—
জয় বাংলা, জয় বাংলা করে…
চামচারা এখন তার কবিতাতে বাচ্চাদের মতো আদর করে!
…চুমু খায় এবং চকলেট দেয়!