ডানায় ছায়া ঝুলিয়ে
ডানায় ছায়া ঝুলিয়ে নীলিমার গহ্বরে ডুবে যাচ্ছে চাঁদ
স্বপ্নসঙ্গমে জেগে আছি পূর্ণ একটি আলোর গোলোকে
আয়নার আড়ালে ক্রমাগত ভেঙে যাচ্ছে আলো
অন্ধকারেই টের পাই, স্বমেহনে ঝরে পড়ছে সকল আনন্দ!
সারারাত বুকের ভেতর ছুরি চলে, ঝরে না তো রক্ত
হরিৎ অরণ্যে এসে বার বার পাখিগুলো ফিরে যায়!
কিছু স্বপ্ন লুকিয়ে রাখি। কিছু কষ্ট থাক ডুবে, অতল থেকে
আর তুলব না তাদের। তুমিও ডুবে যাও নির্বাক চাঁদ—
উড়ে যাওয়া পাখির চোখ আমি আর দেখব না ফিরে
ভুলে যাব একদিন,
এই উদ্যান জন্মেছিল তোমার নিঃশ্বাস আর জলের সঙ্গমে
তুমি আসছ
ভাঙা রেলিঙের ঝুলন্ত সেতুর ওপর দিয়ে হেঁটে আসছ তুমি।
পাহাড়ি নদীর এপারে গাছের আড়ালে দাঁড়িয়ে আমি জলের
ওপর তোমার নৃত্যরত ছায়া দেখছি!
পাহাড়ে পাশাপাশি দুটি অগ্নিমুখী চূড়ায়
দীর্ঘ নির্জনতার কমলা রোদে হঠাৎ এক পশলা গুঁড়ি বৃষ্টি
তাড়িয়ে দ্যায় বাতাস থেকে ধুলো,
পাতার ওপর পতঙ্গের মৈথুনের সুখ গলে
বিম্বিত পৃথিবীর প্রতিরঙে আকাশে রংধনু ওঠে
তুমি আসছ, আমার ভেতর জন্ম নিচ্ছে পৃথিবীখ্যাত ফুলের উদ্যান!