সংলাপ
সংলাপ বলে নট বা নটী
সংলাপ বলে নেতা বা নেত্রী প্রলাপ বলে পাগলা।
কোনও একদিন লাঙলের ফলা সংলাপ লিখতো মাঠে।
সেদিন, যেদিন মেশিনের চাকা ভাষা হতো কলে কলে।
কেরানির হাতের কলমের নিব পিছিয়ে ছিল না মোটে।
রক্ত, ঘাম, কান্না, প্রেম
সবই ঝরতো কালির ধারা বেয়ে।
আজকের সব সংলাপে পাই
সুখী হওয়ার পথ।
নকল আলোয় থমকে দাঁড়ায়
সূর্যদেবের রথ।
মন্তব্য