চোখ
কাঁঠালচাঁপা রঙের সুরভি এক সন্ধ্যায়
হাঁটু গেঁড়ে উল্কি আঁকছি তোমার চোখের ঘোরে জ্যোৎস্না
বুকের ভেতর কাসপিয়ান রহস্য আঁধার
এতটুকু আশ্বিন আসেনি হৃদয়কুলে
নদীচোখে নির্জনতা
আর যত অবাধ্য ভাবনা
থেকে থেকে বর্ষা নামায়
চোখ! সে তো প্রবাহিত নদী
রক্তিম নলীতে প্লাবন হলে বাঁচে!
শ্রুতি
স্পর্শহীন শ্রুতি থাকে প্রহসনে
অপেক্ষায় চোরাবালি
শৈশবের শ্রুতিগুলো
শব হয়ে পড়ে আছে হিমাংকের নিচে
বিরহী বাতাস কেটে কেটে
বিস্মৃত শ্রুতি ফিরে ফিরে আসে ঘুমের ঘোরে।
ক্যানভাস
তুমি আছ বলেই সাঁকোটি আজও আছে বাঁধা
এত ঘৃণা এঁকো না ক্যানভাসে
ব্রতহীন বিন্দুতে রেখো না দীর্ঘশ্বাস
উপহার দিয়েছি তোমায় আমার সকল নির্লোভ ধ্যান
আজন্ম তৃষিত স্পর্শ
আঁজলায় ভরে এঁকেছি অস্ফুট সুখ তোমার ক্যানভাসে ।
মন্তব্য