শ্রীমতী সকল
ওগো শ্রীমতী সকল
আমি জীবন্ত কোলবালিশ, উন্নত সেক্সডল
মুগ্ধ মানুষ হতাশ কেবল
জানে তারা ছল
তারা খলবলায়ে জলে, পা য়না খুঁজে তল
ওসব ভজনে নাই ফল
তারা,
ভাঁজ জানে না সরল রেখা
তারা বলে কথা ন্যাকান্যাকা
মেয়াদ উত্তীর্ণ মাল!
ওগো শ্রীমতী সকল
ডাকো নির্দ্বিধায়, কাল না যাক অকালে
আর
ভালোবাই সোনা গো খল।
ছাড়ো আর্টি ফিসিয়াল
বলবা যেমন
তেমন হবে, যা আগে হয়নি কোনকাল।
আসো লক্ষ্মীপনা
কোঁকড়া কোঁকড়া চুল, দুলছিল
তার পিঠে। দুপুরে বাতাসে
দুপুর বৃষ্টিতলে
উন্নত তার শরীর, পুরুষ্ট তার পা
আমি ছয় তলা, জানালার গ্রিলে
দাঁড়ায় দাঁড়ায় বলা—
ওগো
কলেজপীড়িত,
মাথায় লাগছে বৃষ্টি তোমার, লাগে
পদতলে কাদা; ওসব
লাগায়ে কী হয়,
কাছে
আসো লক্ষ্মীপনা আমারে লাগাও।
আমরা আলাদা করে দুধ
আমরা আলাদা করে দুধ
আমরা কেবলই দুধ খাই
দুধে
চিনি না মিশাই
তাতে না ঢালি গো ভাত।
তোমরা হইলে খাঁটি দুধ,
খাইবো চুকচুকায়
বসন্ত ও বর্ষায়
মূলত সকল রকম কাল,
আমরা
শুদ্ধ হংসদলে
পোষ না মানা বিড়াল;
মন ডুবাবো না—ঘোলে।