রোসাঙ্গ রাজার কবি
লেখো আজ নয়া ইতিহাস
স্তুতি নয়, কাব্য নয়, গান নয়- মানুষের পরাজয়
জীবনের সবুজ প্রান্তর, সজীব অন্তর
দানবের গ্রাসে হয়েছে বিনাশ
অক্ষরের অলঙ্কারে আর কতো সাজাবেন অপার্থিব ‘পদ্মাবতী’
এবার আঁকুন মাথাকাটা মানুষের রক্তধারা
জানবেন
নাফ নদীর অপর নাম শোণিতের স্রোত
শিশু হত্যার হুঙ্কার আজ রোসাঙ্গ রাজার কণ্ঠস্বর
রক্তাভ মাটিতে নারী নিগ্রহ বুনেছে
পৃথিবীর যাবতীয় লজ্জার শেকড়।
জগতের সমস্ত আগুন আজ আরাকানে-
খড়ের ছাউনি মাটির উঠোনে মানুষের বিপন্ন হৃদয়ে
মহাকবি, চোখ মন খুলে আজকে দেখুন-
সাত পুরুষের বাস্তুভিটা চোখের পলকে দাবানল, অতঃপর কেবলই ছাই
কাব্যের লাবণ্য নেই
স্বাভাবিক জীবনের গন্তব্যের নাম সর্বস্ব হারানো অদ্ভুত উদ্বাস্তু
বাঁচার আপ্রাণ গতিপথ বঙ্গোপসাগরে ভাসমান নৌকায় থেমেছে
অনন্ত নীলের নিচে সামুদ্রিক মৃত্যুর ঢেউয়ে
আছাড়ি পিছাড়ি খেয়ে কোথায় চলেছে আরাকানি জনস্রোত?
কবি
পৃথিবীর তাবৎ দুঃখের নাম বদলে লিখুন আরাকান
পৃথিবীর সমস্ত রক্তের নাম পালটে রাখুন আরাকান
পৃথিবীর যাবতীয় খুনের কাহিনী বসত গড়েছে আরাকান
পৃথিবীর সবচেয়ে পরবাসী বিষাদের জনপদ আরাকান!
আলাওল, আপনি বলুন
কবে রোসাঙ্গে উদিত হবে জীবনের জয়গান?