রোজিনা সুলতানা-১
রোজিনা সুলতানা, আপনেরে
লিখে দিমু সকল তরমুজ খেত, সারি নদী
এবং এই দুনিয়া। প্লিজ থাকেন পাশে
একদিন
দেইখেন, আপনি বললেই
বৃষ্টি হবে খুব—আর রোদ উঠবে উজ্জ্বল।
রোজিনা সুলতানা-২
আপনাদের
ভালোবাসার গল্প শুনে
আমারও ভালোবাসতে ইচ্ছে করে খুব
—আপনারে।
এমন করে হইতে পারে তো
যখন অমন করেও হয়।
ভালোবাসা, একজনকে গেলে
রোজিনা, ভালোবাসা দু’জনকেও যায়!
রোজিনা সুলতানা-৩
আপনার কথা অনেক মনে করছিলাম, রোজিনা সুলতানা
নুন আনতে পথে, তরমুজ খাইতে খাইতে
আবহাওয়ার সংবাদ পড়তে পড়তে
বৃষ্টিভেজা রাস্তায়
অন্ধকার মেঘে, কৃষ্ণচূড়া ফোটা এলাকায়
হাসপাতালের সামনে দিয়ে হাঁটতে হাঁটতে। একলা একলা।
রোজিনা সুলতানা-৪
ভাতে চুল পাইলাম কালো
রোজিনা সুলতানা—ওইটা আপনার চুলও হইতে পারতো
যদি আমরা থাকতাম এক ঘরে এলোমেলো
আপনে ভাত রানতেন, পাতলা মসুর ডাল রানতেন
আলু ভাজতেন চিকন চিকন
এবং তিতপুঁটি, আমরা পরস্পরে
একসাথে খাইতাম ওগো সব একসাথে ধুইতাম, বারেবারে।
রোজিনা সুলতানা-৫
রোজিনা সুলতানা স্বপ্নে দেখলাম আপনারে ক্রমাগত
এলোমেলো বিছানা ত্রস্ত আলো, ছেঁড়া প্যাকেট
স্ট্রবেরি,আপনার দুই হাত
আপনের সুন্দর দশ আঙুল
আপনার কমলার কোয়ার মতো ঠোঁট
তখন ঠিক ঠিক ভোর
শুনেছি এই সময়ের স্বপ্ন সত্যি হয়
তাড়াতাড়ি কাছে আসেন, আমরা একসঙ্গে শোবো।