করিৎকর্মা প্রেমে
ওগো করিৎকর্মা সই
আমি যে কিছুই পারিনে, তুমি না থাকলে
উপায় বিবিধ
চোষ্য এবং লেহ্য—
কর্তা কেবল ক্রিয়ায়, বসন্ত-বর্ষায়
তোমায় লক্ষ করে ধীরে গলে গলে যায়।
আপনার লগে বৃষ্টিদিনে
আপনার লগে কথা বলতে মন চায়
ঝুমবৃষ্টির আগে পথে, ধরেন একটা
কামরাঙা গাছের
নিচে দাঁড়ালাম আমরা
দুপুর তখন কালো মেঘে আন্ধার
ঘনঘন পড়তেছে বাজ এলোমেলো
ওইদিকে শন-শন বাতাসে আপনার
চুল-ওড়না উড়তেছে বিদিক
আপনার—
মুখের দিকে দেখি, বুকের
দিকে দেখি। আপনারে ঝড়ের মতো
সুন্দর লাগে আপনার বৃষ্টি লাগে গায়।
রান্নাঘরের আগে
মাংস-ভাত খাবো, থাকলে ভালো ডাল
মেরুন
নেইলপলিশ
তোমার হাতেহাতে
পড়লে পড়ুক ঝড়ে, বেগুনে ভাজিতে
লাল লিপস্টিক, আপত্তি নেই তাতে।
যা
কিছু
সব গলুক;
পরিমিত উত্তাপে, কেবল রাইখো
খেয়াল, ওগো পড়ে যেন সব পাতে।
মন্তব্য