তেমন সুখের দিনে
রক্ত থেকে তুলে নিও ডালিমের দানা
বলিও বিষাদে কোনো সমাধান নেই
বলিও দুঃখরা হলো জগতের আলো
ব্যথিত হৃদয় থেকে
আমিও সরিয়ে নেব কোকিলের ছানা।
এখন নিদানকালে
দেহনদী পার হতে ঘোর অন্ধকারে
জপছি তোমারই নাম বিলোড়িত মনে
জেনেছি প্রেমেও কোনো সমাধান নেই
যদি না হৃদয় গাঁথে
তোমারই বল্লমে, তোমারই অভিলাষে।
এই যদি ছিল মনে
কেনইবা এসেছিলে নদী পার হয়ে
চুল তো ভেজেনি আর দেহ পরিপাটি
ভিজেছে দুঃখরা শুধু সেই নাম ডেকে
এসো না এসো না তুমি
কণ্ঠে নিয়ে বাজ আর দ্রুত বয়ে বয়ে।
এখন সুখের দিনে
রক্ত থেকে তুলে নিও গোলাপের মায়া
ফুলেতে প্রশান্তি নেই যদি না ফুটেছে
আমারই বাগানে, আমি যার প্রলম্বিত ছায়া।
.
অনিদ্রা-কুসুম ফোটে
রাত থেকে খসে পড়ে
আত্মার নীলিমা
চক্ষু অতি লজ্জাহীন
রাখতে পারে না ধরে
নিজেরই গরিমা
এমত নিদানকালে
পানিও হন্তারক তবে
ভাসায় মরুতে
কলিজা দীর্ণ করে
ঠোঁটে প্রেম তুলে দেয়
সে-কোন সমুদ্রে?
.
এসো তো এসো তো তুমি
ঘুম ঘুম মৌসুমি
ধ্বংসের তীর ধরে আসো
হৃদয়-চশমা দিয়ে
দেখতে চেয়েছি যাকে
ডুমুরের ফুল হয়ে ভাসো
কে যেন নীরবে এসে
টাইম লাইন ঘুরে গেছে
গোলাপ-কলির মতো চোখ
পদচিহ্ন যায়নি রেখে
অমাবস্যা গায়ে মেখে
অর্ধেক চাঁদের মতো মুখ
.
আমার স্বপ্নের হারানো পাপড়িরা
মাটিতে পড়তেই কে যেন তুলে নিল
কেউ কি এসেছিল বাতাস কেটে কেটে
শূন্যতা ছড়াতে উৎসবে এসেছিল?
নোনতা চোখ বুঝি সমুদ্রস্বভাবী
জল কি শুকাবে না আপন মহিমায়
ঠোঁট তো শব্দের সবুজ পাহাড়ে
নিখোঁজ বনতারা ফেরত পেতে চায়
একটি পায়রার শান্ত দুই চোখে
একটি মানুষের সুখের প্রতিরূপ
কতটা দ্বৈত চেতনা নিয়ে আসে
কতটা অন্ধ অথৈ দেহ-কূপ
যেখানে সর্বদা সন্ধ্যার ভিখারি
গোধূলি কিনে নেয় চোখেরই ইশারায়
সেখানে দিয়ে গেছ নামিয়ে আমাকে
হলুদ ও সবুজাভ ধ্বংসের কিনারায়
পড়েছি আমি এ বিভ্রম-সায়রে
জেনেছি ভূগোলের সমস্ত পৃষ্ঠায়
কখনো কোনোদিন মন তো নাচেনি
কখনো জাগেনি পাতাল-অভিপ্রায়
.
কেউ কি জানে আকাশ কত নিচু
ইচ্ছে হলো ডালিম দানার মতো
রক্ত থেকে তুলব বিফল তারা
জাগবে তখন গোপন কাঙ্ক্ষা শত
কেউ কি জানে আকাশ কত উঁচু
মাথার ওপর ভ্রাম্যমাণ নদী
মেঘ জানে না কোন তারাটি তুমি
আমি তো জানি তুমিও জানতে যদি
প্রোফাইল কেন এতটা ভারী তোমার
ধাতব দেয়াল খুঁজছে সবুজ প্রাণ
প্রেমের দেয়াল নিলিমার ভারে ন্যুব্জ
বিরহেও নাই হৃদয়ের সমাধান।
.
ফেসবুক টুইটার
. দেহজাগা রজনীতে
. অন্ত্যমিলের ছড়াছড়ি
পাখিমন ক্ষয়ে যায়
. দুটি গাছ দূরে দূরে
. নিঃশ্বাস নেয় বরাবরই
শস্যের সীমানাতে
. প্রান্তরে ডুবোহাঁস
. বর্ষাতে ভরাডুবি তারই
কে জানত আগে থেকে
. ডালিমের ডালে ডালে
. অন্ত্যমিলের ছাড়াছাড়ি