জীবনমন্থন
জ্যামিতিক জোয়ারে সারিন্দা বাজে
সুগন্ধা সৈকতে।
. চমচম চাঁদ
. খুররম রাত
বাতাসে জীবন ভাসে
পানিরও প্রাণ থাকে, কথা বলে।
. রত্নাকর
. আছড়ে ফেলে
আবার টানে উদর ভরে
সাগর আর জীবন একপ্রকারেই খেলে।
মোরাকাবা
চিন্তার মগ্নতা ভেঙে ফেরার পর থেকে নিজেকে খুঁজে ফিরি
গুমোট ভাবনাজুড়ে চেপে বসে মায়াবী ভ্রমণক্লান্তি
স্নায়ুর গতি দৌড়াতে থাকে প্রচণ্ড দাহে
হাঁপড় টেনে টেনে বালিকাবুকের হাওয়ারা বেঘোরে ঘোরে
তাই মায়াক্ষিনজর ফিরিয়ে নিয়ে ফিরে আসি ফের
ঘোর থেকে ফিরে নিজেকেই মায়ারূপে খুঁজে ফিরি ঢের!
আবিরাম ঘুরতে থাকি ঘোরে, আমার ঘোর কাটে না,
আদিঅন্তহীন এক অনুভূতি খেলা করে নিউরনে
ঘোরের ভেতর কত কিছুই ভাবি, কোথায় কোথায় ঘুরি
কেউ জানে না, নিজেই শুধু জানি, তাই আপন মনেই চলি;
সময়ের পিঞ্জরে খঞ্জর হেনে আকাশে ভাসাই ময়ূরপঙ্খী।
হৃদয়থলিজুড়ে শুরু হয় ঝুমুরনৃত্য ঘুঙুর ঘুঙুর,
কর্ণকুহরে কাঁপন তোলে টপ্পার সুর, গারোয়ানবাঁশির
গগনবিদারী রোদনে মুষড়ে পড়ি আমি।
তোমরা দেখো মেঘ, আমি নীলাম্বরে ভাসি;
তোমরা যাকে বাতাস বলো, আমি সেথায় খলখলিয়ে হাসি।
তোমরা যাকে স্বপ্ন বলো, আমি বলি মায়াবী ভ্রমণ।
যে পারে সে ঘোরে ত্রিভুবন।
কোনো অতীত হারিয়ে যায়নি, ভবিতব্যের প্রতিটি দৃশ্য প্রস্তুত
যে পারে সে দেখে, সে জানে কতো অলৌকিক এই বাস্তব!
হৃদয়ের হেডঅফিস থেকে আবহাওয়াপত্র পাঠ
বন্ধুদের মধ্যে অনেক প্রিয় বন্ধু থাকে, তেমনি অপ্রিয় বন্ধুও থাকে,
কৃতজ্ঞ বন্ধু থাকে, অকৃতজ্ঞ বন্ধু থাকে, এমনকি কৃতঘ্ন বন্ধু থাকে,
তবু তারা বন্ধু; একবার জমে ওঠা বন্ধুত্ব শত্রু হলেও বন্ধুই থাকে,
বন্ধুত্বের ছাপ মোছে না সহজে, বেঈমান বন্ধুও প্রকারান্তে বন্ধু বটে
বন্ধুর জন্য অনায়াসে জীবন দেয় অনেকে অনেকে বন্ধুঘাতী হয়,
বন্ধুর মহত্বকে কেউ কেউ দুর্বলতা ভাবে, কিছু বন্ধুত্ব শুধুই স্বার্থময়,
কর্পোরেটবন্ধু বিনিময়ি হাসি দেয়, বাল্যবন্ধুর মার্বেল খেলানো হৃদয়,
বন্ধুরা খসে যায়, কখনো খসায়, তারপরও কিছু বন্ধুত্ব ব্যঞ্জনাময়
শত্রুতার জাত-বেজাত নাই কেটায় কয়? সব শত্রু কিন্তু শত্রু নয়,
ধুরন্ধর শত্রুদের ঘোমটা খোলা দায়, সরল শত্রুরা সতর্কবাণী দেয়,
কিছু শত্রু বিবেকবান হয়: অসময়ে আচমকা পাশে এসে দাঁড়ায়,
অনেকে নিজের কাছে পরাজিত: সংকীর্ণতা থেকে শত্রু হয়ে যায়
শত্রুদের মাঝেও কিছু শুভাকাঙ্ক্ষী থাকে: প্রাণভরা হৃদয়ে ডাকে
শত্রুতার গৎবাঁধা সীমানা এড়িয়ে অনেকের সুদর্শনচক্রে সূর্য হাসে
কেউবা আবার শত্রু হলে সকাল-বিকাল বিষ ছড়ায়, কালকেউটে
বিষের পেয়ালা বন্ধুই তুলে দেয়, ধূর্ত বন্ধুটাই একদিন রাজসাক্ষী হয়
শত্রুর খঞ্জর নির্দয়, অতোটা নির্মম নয়; উৎকৃষ্ট শত্রুও বন্ধু হয়ে যায়।