বন্ধু
মরে যাওয়ার পর আমি বেহেশতে গেলাম।
আর আমার বন্ধু নরেন গেলো স্বর্গে৷
বেহেশত থেকে আমি উঁকি দিয়ে দেখি—
দোজখের আগুনে পুড়ছে নরেন…
আর স্বর্গ থেকে নরেন উঁকি দিয়ে দেখে—
নরকের আগুনে পুড়ছি আমি…
অথচ দুনিয়াতে জানতাম
বন্ধুর কোনো ধর্ম থাকে না।
মৃত্যুকালীন খেদ
রাত বাড়লে মৃত্যু আমার আমার ঘরে ঢোকে, চুপচাপ পায়চারি করে।
শিউরে এসে দাঁড়ায়,মাথায় হাত বোলায়।
আমি চমকে উঠি।
দেখি আলিঙ্গনের হাত বাড়িয়ে তাকিয়ে আছে সে,
নিজেকে পেছাই…
আয়নায় তাকাই;
তাকে আলিঙ্গনের মতো আমার যে কোনো রুপ নাই।
[মৃত্যু-তুমি পরেই আসো; একাকী ধ্যানেই মরি,
মরুর বাগানে তোমার কিছুটা পরিচর্যা তো করি!]
পরিচয়
তোমার বুকে আস্ত একটা গাছ হয়ে
দাঁড়িয়ে আছি
শাখা প্রশাখার ছায়ায়—
লেখা আছে তোমার নাম।
মন্তব্য