মরাগাঙ-সংক্রান্তি
তোমার বুকের ‘পর রয়ে গেছে আজো
বহু মানুষের আনন্দ ও দীর্ঘশ্বাস
দৃঢ়তার গল্প
বেদনার বুকভাঙা নীরব সঙ্গীত
কত স্বপ্ন অভিযাত্রা
কত গান-কবিতা ও গল্প উপন্যাস
তোমার বুকে তখন ভালোবাসা ছিল
আর ছিল নিশিরাত বাঁশরী যৌবন
তোমার বুক এখন মরাগাঙ-শুকনো নদীর চর
খননে খননে ফাটা এবং চৌচির
তবে কি তুমি পুরোটা লম্পটের দখলেই ছিলে?
নিজের বাইরে কেউ নেই
নিজের বাইরে কেউ থাকে না
একালে নিজেকে নিজে সবাই বাঁচায়
নিজেকে নিজে বাঁচাতে হয়
একালে এখন শুধু ঢেউখেলা গল্প
শুধু আবেগের নীল মেঘেদের ভেলা
কথার বন্যায় ঝড়ঝাপটা তুমুল
আকাশও তাই হারিয়েছে নিজেকে নিজেই
বৃষ্টির গানও নিভে গেছে
রঙধনু সেই মেঘে ভেসে-ভেসে গেছে অনাদরে।
তোমাকে নিয়ে আমার মনে কোনো প্রশ্ন না জাগুক
তোমাকে নিয়ে আমার মনে কোনো প্রশ্ন না জাগুক
সময়ের স্রোতে কত কত প্রশ্ন ভেসে
আসছে আমার দিকে
খাঁটি মাটি খাঁটিই থাকুক
নির্মল আকাশ নীল নির্মল থাকুক
সবুজ প্রকৃতি চির সবুজ থাকুক
নদীরা নদীর মতো থাকুক-বাঁচুক
তোমাকে যেভাবে চিনি
তোমাকে যেভাবে জানি
তুমি সেভাবেই থাকো
তোমাকে নিয়ে আমার মনে কোনো প্রশ্ন না জাগুক