আমি বলতে চাই
আমি বলতে চাই আমার ইতিহাস-ঐতিহ্য-রূপকথা,
আমার পৌরাণিক কাহিনিগুলো।
আমি বলতে চাই রবীন্দ্র-নজরুল ও জীবনানন্দের কথন,
অমিয়-বুদ্ধদেব-সমর সেন ও বিষ্ণুর গাথা,
স্বপ্ন-সুন্দর ও সত্যের ভাষা, প্রেম-ভালোবাসা-মানবতার অমৃত বচন।
আমি বলতে চাই সখিনা, বাসন্তী ও জরিনাদের কথা,
যাদের ধর্ষণের পরে হত্যা করে ফেলে দেওয়া হয়েছে
শঙ্খ, কর্ণফুলী ও যমুনার বুকে।
যাদের খুনের মামলাগুলো ধামাচাপা দেওয়া হয়েছে অর্থের অলৌকিক ক্ষমতায়।
আমি বলতে চাই
ক্ষুদ্রঋণ সংস্থাগুলো ঋণের অদৃশ্য জালে আটকে রেখেছে অসংখ্য সাধারণ মানুষ,
কেড়ে নিয়েছে তাদের চালের টিন, তাদের নাকফুল-কানফুল,
তাদের যক্ষের ধন ভিটেটুকু, তাদের আত্মসম্মান।
আমি বলতে চাই অগণন শিশুদের কথা, যাদের পূরণ হচ্ছে না মৌলিক চাহিদা,
যারা শিক্ষা-দীক্ষায়, মেধা ও মননে গড়ে উঠতে পারছে না
সঠিক প্রজন্ম হিসেবে অনাগত দিনের;
হয়ে উঠতে পারছে না সুবাসিত সূর্যমুখী, জবা ও গোলাপ।
আমি বলতে চাই সেইসব পুঁজিপতি ও ব্যবসায়ির বিরুদ্ধে,
যারা ধৃতরাষ্ট্রের বখে যাওয়া শত পুত্রের মতো আজ,
যারা দেশটাকে লুট করে নিঃস্ব করেছে হস্তিনাপুরের মতো।
আমি বলতে চাই পুঁজিবাদী গণতন্ত্র ও ভোটের কথা,
যেগুলো আনতে পারছে না জনতার মুক্তি; জনতার শরীর ও আত্মায়
আনতে পারছে না ভেলুয়া দিঘির আরামদায়ক শীতলতা।
আমি বলতে চাই,
হ্যাঁ, আমি বলতে চাই অনেক অনেককিছু।
কিন্তু আমি বলতে পারছি না কিছুতেই; কারণ
আমাকে আটকে রাখা হয়েছে তালাবদ্ধ ঘরে।
আমি দেখতে চাই
আমি চলে যাওয়ার আগে দেখতে চাই,
রোহিঙ্গারা ফিরে গেছে তাদের নিজস্ব আবাসভূমিতে,
তারা ফিরে পেয়েছে তাদের নাগরিক অধিকার,
সেখানে বন্ধ হয়েছে বিষাক্ত বোলতাগুলোর আনাগোনা।
আমি দেখতে চাই,
ফিলিস্তিনের আকাশে উড়ছে স্বাধীনতার সোনালী পতাকা,
মুক্তির আলোয় সেখানে হাসছে অসংখ্য মানুষ,
হাসছে ফুল-পাখি-নদী-বৃক্ষ-সমুদ্রগুলো,
গড়ে উঠছে জান্নাতি বাগান।
আমি দেখতে চাই,
সাম্য প্রতিষ্ঠায় অনেকÑঅনেকদূর এগিয়েছে বাংলাদেশ,
তার বুকে ছড়িয়ে গেছে সাহিত্য-সংস্কৃতি ও বিজ্ঞান-প্রযুক্তির ছোঁয়া,
তার মেরুদণ্ডহীন বুদ্ধিজীবী ও ভণ্ড নেতাদের কবর হয়েছে
ভয়াবহ কুদোম গুহায়।
আমি দেখতে চাই,
ইউক্রেন-রাশিয়ার অসম যুদ্ধের অবসান ঘটেছে,
আফগানে ফুটে উঠেছে অসীম আলোর ভোর,
হয়েছে যুদ্ধবাজ আমেরিকার পতন।
মন খারাপের গল্প
আমার সবকিছু ছিল; আজ কিছুই নেই।
হঠাৎ উল্কাঝড়ে বিলয় হয়েছে সব।
প্রকৃতির নির্জনতার মতো এখন আমি ভীষণ একা;
মনখারাপের গল্প লিখছি প্রতিদিন।
মেঘ
আকাশটাতে মেঘ জমেছে,
বৃষ্টি হবে প্রবল প্রবল।
এই যে গাঁয়ের পাখপাখালি, গাছগাছালি, ঘাস, কুসুম
আর নদ-নদী
ছটফটাবে ভীষণ ভীষণ
এবং দেবে আকাশটাকে সহানুভূতির পত্রাবলি।
ওরা তো নয় তোমার মতো নিদয়া আর হৃদয়হীনা।