এক.
অদ্ভুত সন্ধ্যায় তোমাকে আরো চাই—বাড়ছে উত্তাপ—পাখির শ্বাস
মার্বেল ঘরটায় যদিবা আলো নেই, ভাবছি বারবার তোমায় আজ।
উজ্জ্বল উৎসব মগজে নুয়ে যায়—শুষ্ক রোদ্দুর সামুদ্রিক—
স্বচ্ছ বর্ষায় আকাশে তুমি মেঘ—পিছলে যাচ্ছ চমৎকার।
দুই.
নৌকার মাস্তুল যেন কোনো ভ্রমণ—দিন বা সন্ধ্যায়—অনিচ্ছুক
স্বরহীন সুন্দর, রাতেও ভাসে নীল—ক্লান্তি ঝিমঝিম—অনর্থক।
এইসব সংকট জীবনে থাকে ঢের—উপচে পড়বেই নিরন্তর
রঙিন নার্গিস—তবুও ভেবে যাও—থাকবে যৌবন—আরণ্যক।
মন্তব্য