মধ্যবিত্ত
যে জীবনটা মধ্যবিত্তের নেই কোনো তার সুখ
সুখের আশায় প্রতিদিনই বাঁধে সে যে বুক
পারে না সে বলতে মুখে কষ্ট চেপে রাখে
বোঝে না কেউ বেদনা তার বুকের কোথায় থাকে।
পথের শিশু
পথের পাশে শুয়ে আছে অচেনা যে শিশু
জানে না সে মা-বাবা কে জানে না সে কিছু
সকাল হলেই বেরিয়ে পড়ে খাবারের সে পাতে
সারাদিনে পায় সে মোটে এক শ টাকা হাতে
টাকা পেয়ে খুব খুশি সে ঢুকলো খেতে যে
উদর ভরে খায় যে খাবার খুশি মনে সে।
তুমি-আমি
তুমি হলে আকাশ তবে আমি হবো নীল
উড়ব যে রোজ তোমার দিকে হয়ে শঙ্খচিল
সারাদিনের খেলা শেষে ফিরবো আমি নীড়ে
তবু যে মন বলবে কথা সারাটিক্ষণ ঘিরে।
মন্তব্য