ভীষণ ভালোবাসতে গিয়ে
তোমার প্রতি ভালোবাসার উসকানিটা বুঝতে পারো?
ভীষণ ভালো বাসতে গিয়ে বুকের ব্যথায় ছিঁড়ে গেছে
হৃৎপিণ্ড যে বুঝতে পারো?
বুঝতে পারো কোথায় আমার ছলাৎছলাৎ, উথাল-পাথাল!
কষ্ট-কাঁপন ধরতে পারো?
ধরতে পারো দিনযাপনে কোথায় আমি, তুমি ছাড়া
চলতে পারি ধরতে পারো?
ধরতে পারো অলিভ খামে লিখে রাখা প্রেমের গোলাপ
ফুটতে দিয়ে, এক ছলনায় পুড়লে আমার লাল রাত্তিরের
কোমল কমল শেষ বিকেলের এক আঁচড়ে
এক আঁচড়ে কেটে গেছে এক মহাকাল!
সময় নামের বেখেয়ালি একটি মেয়ের বুকের ভেতর?
আমি তোমার একটি সময়, দুটি সময়, তিনটি সময়,
চারটি সময় চার প্রহরে স্তব্ধ হয়ে বসে থাকা আকুলবিকুল!
আমি তোমার আকুল-বিকুল, বুকের দু-কুল ধরতে; পারো!
ধরতে পারো বিষণ্নতার প্রহরগুলো!
তোমায় ভেবে কেমন করে যায় কেটে যায় আলোর ভেতর
উড়ে আসা আঁধার যেমন আছড়ে পড়ে, চোখের আলো
বন্ধ করে, অন্ধ হওয়া চোখগুলো যে আছড়ে পড়ে
নদীর পাড়ে? ঢেউগুলো সব কিসের জন্যে, কাহার টানে
ঘোলামাটির বুকটা নদীর কামড়ে ধরে?
কামড়ে ধরে বুঝতে পারো এই আমিটা তোমার বুকও তেমন করে?
তেমন করে কামড়ে ধরেই মরতে গেছি, বড় সাধে মরতে গেছি
ভাসতে গেছি, ডুবতে গেছি একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য!
ডুবতে গিয়ে আর হলো না বেঁচে ফেরা,
মরেই গেছি, মরেই গেছি এই আমি আজ,
ভীষণ ভালোবাসতে গিয়ে আর হলো না বেঁচে ফেরা!
ব্যথিত স্বর
ছুটে চলা দিনগুলো আমাদের গোনা হলো না
কেন হলো না?
গাছেদের লালডানার ঝুমরো গান মিশে গেলো
মাটির মুঠোতেই
কেয়া ও কস্তুরীর আদুল হাওয়ারা বদলে গেলো
মুখরা মনগুলোয়
সে মুখরা মন, সে ঝুমরো গানগুলো কোথায় যে
হারিয়ে গেলো
সে খবর কেন আমাদের জানা হলো না, কেন
যে হলো না!
আমরাও বুঝি আর নেই স্বপ্নদলে; নিজেদের যত
আকুতি আছে
তাদের মরু বুকে ছিটিয়ে দিয়ে নিঃশেষ হয়েছি
কতকাল আগেই
কাকে আর দিয়েছি বিরক্তির সংবাদ কাকে ভেবে
মরেছি মিথ্যের মতো
যাকে ভেবে ভোলা যায় দুঃসহ; আঙরা বুকে জ্বলা
অগ্নির বিষমদাহ
সেই নৈঃশব্দ্যকুশলে কে ভালোবেসে মরতে পেরেছে
মরার মতোই
আমাদের ছুটে চলা দিনগুলোর গলিতে স্মৃতি আসে ব্যথিত স্বরের মতোই।
নীলাভ অধর
তোমাকে কাছে পেলে রঙ হয়ে যাবো
দূর দিগন্তের সরোসে গিয়ে দাঁড়াবো;
যেখানে আবিরের ঢেউ মাটিতে ঝরে
লাল লাল হাতছানি তার নীলাভ অধরে,
সেখানে সন্ধ্যায় ডোবে আলোর কুন্তল
জেগে ওঠে সবুজ নারীও বক্ষ যার গোল;
গোলগাল বুকে তার আকাশ শুয়ে থাকে,
এই আকাশের আগুন দেখাবো তোমাকে,
এখানে মাটির ওষ্ঠ ছুঁয়ে দিগন্ত নুয়ে পড়ে
মাটিও নারীর মতো দিগন্তকে মেলে ধরে;
এমন ধরাধরিতে ছিঁড়ে যায় কাল মহাকাল
যেন জীবন বাহুল্য ভাঙিয়ে জাগায় সকাল;
এখানে কিছু সময় স্তব্ধ থাকে সন্ধ্যার জলে
দেখবে কত রঙের খেলা এখানে দাঁড়ালে;
তুমি এলে সন্ধ্যাকে ছুঁয়ে থেকে কিছু রঙ হবো
নীলাভের লাল হয়ে তোমার অধরে ফুটে রবো।