নির্ঘুম আরও একটি রাত
এখনো জেগে আছি, একটি কবিতা লিখবো বলে…
এখনো জেগে আছি, তোমায় একটু ছুঁয়ে দেখবো বলে…
তুমি কি সুন্দর ঘুমিয়ে গেলে…
অথচ, আরও একটি নির্ঘুম রাত কেটে গেলো আমার জীবন থেকে।
এভাবে আরও কত শত রাত যে চলে গেছে…
নিশ্চুপ একাকী আমি কত প্রতীক্ষার প্রহর গুনেছি…
তুমি ফিরে আসবে বলে।
কিন্তু না, তুমি ফিরে আসোনি।
ভেবেছিলাম—
ফিরে এসে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরে বলবে,
এই তো আমি এখনো তোমায় ঠিক আগেরই মতো ভালোবাসি।
কিন্তু না, তা আর হলো না।
তোমার আমার মাঝে এখন যোজন যোজন দূর।
তবু দূর থেকে বলবো—
তুমি ভালো থেকো,
খুব ভালো।
শুধুই ভালোবাসা
কেমন আছি আমি? কোনোদিন জানতেও চাইতে না
কোনোদিন জিজ্ঞেস করতে না—কী চাই আমি?
তোমাকে ছাড়া, কী করে যে ভালো থাকি—সে কথা কী করে তোমাকে বোঝাই…
তুমিহীনা আমি যে এক খরস্রোতা নদী, ধূ-ধূ মরুভূমি, নিশুতি রাতের যাত্রী।
কোনোদিন বোঝতেও চাইতে না—কী চাই আমি?
আচ্ছা, তোমার কি সেই দিনের কথা মনে আছে?
যেদিন তোমার সব অজুহাতকে উপেক্ষা করে,
তোমায় জোর করে নিয়ে গিয়েছিলাম—কৃষ্ণচূড়ার ছায়ায়…
হাতে হাত রেখে বলেছিলাম—
ভালোবাসি তোমায়, শুধুই ভালোবাসি।
এ ছিল আমার একতরফা ভালোবাসা।
আচ্ছা, ভালোবাসা কি একতরফা হয়?
তবে কি তুমি আমায় কোনোদিনই ভালোবাসোনি?
আজ বুঝতে পেরেছি—
কেন তুমি কোনোদিন জানতে চাওনি—আমি কেমন আছি?
কেন তুমি কোনোদিন জিজ্ঞেস করোনি—আমি কী চাই?
বিশ্বাস করো—
তুমিহীনা কোনোদিন আমি ভালো থাকতে পারিনি।
আমি চেয়েছি—
শুধুই তোমার একটু ভালোবাসা।
স্রেফ ভালোবাসা।
ভালোবাসা শুধুই আমার
এই আমি—
আমি সেই নন্দিনী বলছি—
তোমার অন্নপূর্ণা, সুহাসিনী, অনন্যা।
আরও কত নামে যে ডাকতে আমায়…
তুমি হয়তো তা আজ ভুলেই গেছ।
ভুলে গেছ—তোমার ভালোবাসার সমস্ত পাগলামির কথা।
হয়তো সেগুলো ছিল তোমার এক মুহূর্তের অভিনয় মাত্র।
কিন্তু, বিশ্বাস করো—
আমি তা কখনোই অভিনয় বুঝিনি।
তোমার প্রতি আমার যে অগাধ ভালোবাসা, হৃদয়ের যে উষ্ণ অনুভব,
আত্মার সাথে বেঁধে রাখার যে আকুলতা, চোখে হারানোর যে ভয়!
কী করে ভুলবো বলো?
তোমার মনে আছে?
তোমার খোলা বুকে আমার নাক-মুখ ঘষে উষ্ণতা পাওয়ার যে ব্যকুলতা,
হাতের আলতো ছোঁয়া ঠোঁটে লেপ্টে নেওয়ার যে বাসনা,
মুঠোফোনের ওপারে তোমার কণ্ঠধ্বনি শোনার আমার যে আকুলতা…
কী করে ভুলবো বলো?
তুমি হয়তো নিছক প্রেমের ছলে মন কেড়েছিলে…
করেছিলে ভালোবাসার অভিনয়!
ভেবেছিলে, অভিনয় দিয়ে সব করবে জয়,
আবার নিমিষেই তা ফেলে দেবে কোনো এক আস্তাকুঁড়ে।
কিন্তু, জেনে রেখো তুমি—
ভালোবাসার দামে যে ভালোবাসা কিনেছি…
দেবো না কখনো তা অপমাণিত হতে।
সযত্নে রাখবো সে ভালোবাসা আমার হৃদয়ও মন্দিরে।
যখনই তোমায় ভেবে কষ্টগুলো হাতছানি দেবে—
কুণ্ঠিত হয়ো না, কখনো সামনে গিয়ে বলবো না—ভালোবাসো আমায়।
একাকী নিভৃতে আকাশপানে অপলক চেয়ে শুধুই বলতে থাকবো—
ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি।
কারন, এই ভালোবাসা…
শুধু আমার।
শুধুই আমার।
আরও পড়ুন: বুদ্ধদেব বসুর কবিতা: আজন্ম যন্ত্রণার আকর ॥ কাজী মহম্মদ আশরাফ