বসন্তের রাগে
জড়িয়ে রাখবে আঁশে; পাটক্ষেতে পালালে হাওয়ায়
আঁচড়াবে, আয়নার সম্মুখে ছড়িয়ে দেবে কুমারীর চুল…
ত্বকের মসৃণে মুলতানি মাটির ভাঙন জলে
ফসল ভাসিয়ে দেবে দুধধানে;
কালিজিরা তেলে যে তরল চিবুকের দাগে
বসন্তের রাগে অনেক রাজত্ব জুড়েছিলে—
অনেক বার্ধক্য চোখের কোণায় গুঁজে রাখা
গম্ভুজের ছায়ায় জড়ালে খড়ের আগুনে কালোকেশ ফুরফুরে
পালক ছড়াবে নাচশেখা স্কুলে
উড়ে-উড়ে বেড়াবে পাখির ডানা…
এতদিনে বেশ রূপবতী হলে…।
ভালোবাসার কবিতা
অনেক সবুজ রং কলাই ক্ষেতের পায়রা হয়ে উড়ে গেছে,
চশমার স্বচ্ছতায় আজকের ভালোবাসা দিবস তাকিয়ে আছে;
কিছু ভালোবাসা লাল গোলাপের কাঁটা সাজিয়ে চুলের বিনুনিতে
ঝুলে পড়ছে নিপুণ ফাল্গুনের হাওয়ায়…
রাতের শয্যায় কেউ নেই, হাহাকার…!
ঘরের দরজা আটকানো অন্ধকার ফণা তুলে
আলিঙ্গনের গভীরতা দেখছে বাসর রাত;
তবু, ভালোবাসা যেন উজ্জ্বল হৃদয়জুড়ে থাকে বারোমাস।
মন্তব্য