ব্ল্যাকলেবেল
একটু কাছে আয়
তোকে অন্ধ হয়ে দেখি
একটু ছুঁয়ে দেই
তোর গন্ধ নিয়ে দেখি
তুই কিসে চুমুক দিলি আজ?
কী যেন বললি কাল—
ব্ল্যাকলেবেল?
খুব ধরেছে?
একটু কাছে আয়
এর স্বাদটা চেখে দেখি।
আয় ব্ল্যাকলেবেলে বুঁদ হয়ে যাই দুজন
একটু কাছে আয়
তোকে একটু চুমুক দিয়ে দেখি!
ক্ষরণ
মৃত্যু ও অমৃত্যুতেও
চির হারানোর বেদন!
গহীনে চিরন্তন বাজে একটা মৃত্যু ও
একটা অমৃত্যুর মাতম!
প্রতিশোধ
প্রেমিকেরা চলে গেলে প্রেম হতে হয়
জ্বলে যাক কাপুরুষ হৃদয়!
কবিরা গেলে হতে হয় কবি
শোধ নিতে হয় কবিতায়!
শাড়ির ভাঁজে স্নিগ্ধ কবিতা
আমি ঘুরে কিনি একটি নতুন কবিতার বই
বগলদাবা থাকে কবি,
তুমি দাও সাতটি নতুন শাড়ি
আমি কিনি তোমার আঁকা
কয়েকটি নতুন কবিতার ছবি!
কবি, তুমি জানো আমি জানি
আমরা মসৃণ শাড়ির আড়ালের যত প্রেম
তারচেয়েও কবিতা ভালোবাসি!
পোস্টমর্টেম রিপোর্ট
এই বিরহের অপঘাতেই একদিন আমার মৃত্যু হবে!
মৃত্যুর পর পোস্টমর্টেম রিপোর্টে পাওয়া যাবে
তীব্র এক অচেনা বিষে মৃত্যু ঘটেছে আমার।
এরপর তদন্ত হবে সেই বিষ নিয়ে!
বিষের উপকরণ অনুসন্ধান করে দেখা যাবে
সেই বিষ আর কিছু নয়
হাতের কড়ায় গোণা যায় না এমন সংখ্যার
অকালে প্রয়াত প্রেমের এক তীব্র গোলযোগ!
তদন্তে উঠে আসবে অনেক অপ্রেমিকের নাম!
এই পর্যন্ত এসেই থেমে যাবে মামলা
আইন চলে যাবে তোমাদের কব্জায়
গবেষকেরা হবে ক্লান্ত!
অজানা রয়ে যাবে অপ্রেমিকদের ঠিকানা পরিচয়!
এ-না-হয়ে খুব ভালো করে তদন্ত এগুলে দেখা যেত
আমার হৃদয়ের বিষে
অনেক অপ্রেমিকের মধ্যে তোমার নামও ছিল।
মনে মনে
আমাদের কথা হয় মনে মনে।
আমি যে তাকে ভালোবাসি
আমি জানি আর জানে শুধু সে।
চলো, বসা যাক
এবার চায়ের কাপে।
আমাদের বলা কথা এরপর চলে
আমরা শুনি মনে মনে।