ব্যর্থ পাখির গান
পাখি বরং উড়তে থাকুক
তুমি থাকো
তুমি তো আর পাখিটি নও
ফড়িংও নও
তুমি এক ব্যর্থ মানুষ।
তারচে বরং রাস্তাটা ঠিক চলতে থাকুক
তুমি বসো
তুমি তো আর অসীম পানে
ছুটতে থাকা রাস্তাটি নও
তুমিতো এক ব্যর্থ মানুষ
করুণ সবুজ ব্যর্থ মানুষ।
যৌথ অবচেতন
মায়ের জুতো পরে হাঁটছে শিশুটি
পায়ের নিচে দেখো যৌথ অবচেতন
পায়ের নিচে দেখো হাসছে মিটিমিটি
. পুরোটাই দেখো খেলনা-পৃথিবী
মায়ের জুতো পরে হাঁটছে শিশুটি।
শিশুটি হাঁটছে টকটক শব্দে
কাঁপছে থিরিথিরি কাঁপছে বাসাটি
মায়ের ওড়নাটা গলাতে ঝুলে আছে
. পায়ের নিচে দেখো যুদ্ধ-পৃথিবী
মায়ের জুতো পরে হাঁটছে শিশুটি।
গোপন কিছু ইচ্ছে হবো
ভীষণ সবুজ লজ্জা হবো এক কিশোরের
রাত নিশিতে তোমার গোপন ইচ্ছে হবো
যে কিশোরী স্কুল পালাতো হরহামেশা
আমি তারই জামার ভাঁজে গুপ্ত থাকা
গোলাপ হবো, জানতে যদি!
যে মানুষের ঘরের কোণে হত্যাকাণ্ড ঘটল দেখো
সেই মানুষের ঘরের মাঝে শক্তিশালী রাষ্ট্র হবো
রাষ্ট্র হবো রাষ্ট্র হবো
আমার ভীষণ ইচ্ছে জাগে বকুলতলার পুলিশ হবো
ভর দুপুরে তোমার মনের একলা কোনো ইচ্ছে হবো
জানতে যদি এক বিকেলে সান্ধ্যজবা ফুটতেছিল
ঠিক তখনই তোমার চোখের দ্বৈত-ভাষা পড়ার কালে
একটি নিখিল-গাছের তলে
সাতটি তারার জন্ম হল
সেই তারাদের ছাই জমিয়ে তোমার চোখের কাজল হবো
জানতে যদি সেই বিকেলে।
আকাশটা তো ঘরেই ছিল ঘরেই সবার আকাশ থাকে
বোনের গভীর ইচ্ছে নিয়ে আকাশটা যে কই পালালো!
অশ্রু দিও অশ্রু দিও
বেকার ভাইয়ের গহীন মনের জমাট বাঁধা কান্না থেকে
গোপন কিছু বৃষ্টি দিও।
রাত নিশিতে তোমার গোপন ইচ্ছে হবো ইচ্ছে হবো
যেই মানুষের ঘরের কোণে হত্যাকাণ্ড ঘটল দেখো
সেই মানুষের ঘরের মাঝে শক্তিশালী রাষ্ট্র হবো