স্মৃতিগাছ
আমিও পিকাসো হয়ে নদীচিত্রে এঁকেছি গাছ।
তুমি জলের রেখায় তখন ভীষণ জোয়ার! এই
দেখো—ভেসে যাচ্ছে সবুজ স্কেচ। রেলগাড়ি পথ।
ভেতরে তুমুল আওয়াজ—বাইরে গুমোট বাতাস।
ভ্রমণের হাত ধরে শেখালে মায়া। মাঝিও তপ্তহাতে
ভাসালো নাও। দূর ওই কুপিজ্বলা ঘরে—ভাটিয়ালি
গাও। যেভাবে আমি ভাসি—ভাসো তুমি। তারো
অধিক আমাকে ভাসাও।
বহু রঙ ও রেখার তুলিতে মুগ্ধ এক গাছ হয়ে যাও…
ব্যবধান
রক্তনীল হলে তুমি হও উন্মাদ বেহালা—শিরা বেয়ে
নেমে গেছে ঝড়ের রাত—অন্ধকার কু-লী ভেদ করে
মুখায়বজুড়ে ফুটে উঠছে মুখোশের রেখা…
আমার রক্ত লাল হলে—তোমার কিন্তু সবুজ নয়!
ফণার ইশতেহার
চলো—আমরা এবার রাধাচূড়া হই
সাদাকালো ফ্রেমে বাঁধিয়ে রাখি—
বিগত সময়…
খুব লাল হওয়ার আগে একটু—
সবুজ হই…
চলো
আমাদের পা ক্লান্ত হবার আগে
কুড়িয়ে আনি সাপের খোলস…
ফণার ইশতেহারে লেখা হোক—
রাধাচূড়ার যাপন প্রণালী…
মন্তব্য