বিশ্বাস
বিশ্বাস নিয়ে খেলতে চাও?
কী ভাবছ,
যখন চাইবে দুপায়ে দলিয়ে চলে যাবে…
যেসব দৃশ্যপটের আড়ালে তুমি মিথ্যে লুকিয়ে রাখো
সেখানেই রক্তের সাথে মিশে যায় ক্ষরিত বীজ
প্রার্থনার সাথে খেদ
আর বিষাদের সাথে ঘৃণা
জেনেছি মিথ্যেতে উষ্ণতা আছে, আছে অক্ষমতা
অথচ সেই মাধ্যাকর্ষণের জোরে পাড়ায় পাড়ায় ঘুড়িতে বোকাট্টা
লুসিফার! এই প্রণয়ের প্রহেলিকা! এই আঁজলা আঁজলা ভরা পাপ…
আর কত?
এবার একটু ক্লান্ত হও, হও ক্ষান্ত!
রিয়েলিটি
পূর্ণমাত্রার পিপাসা রয়ে গেছে
ছুঁয়ে যাওয়া শৈলীতে
নিদারুণ তাপ
বর্ণগুলো আঁকছ
রঙিন করে তোলা ক্যানভাসে
তবুও শুধু শব্দের ভারে জড়িয়ে রেখো না
আর আঁভা গার্দ নয়
নয় ম্যাজিক রিয়েলিজম
এবার কিছুটা রিয়েলিটি হোক
হোক অঝরে কান্নার বর্ষণ!
দহন
কিছুটা মৌন থাক শব্দগুলো
অবিরাম বৃষ্টি ঝরে পড়ুক আজ তোমার ছবিতে
নুয়ে পড়ুক কিছুটা উষ্ণতাও আমার চোখে, ঠোঁটে
সমুদ্রশাঁখের মতো গুনগুন করে গান গায় যখন
কলঙ্কিত পায়ের নূপুর
বেঁচে থাকা নিমগ্ন ঠোঁটগুলো
জীবন্ত অনুভূতির তাপে
হয়তো সেখানেই নাড়ির স্পন্দনে পেয়ে যাবে তীব্র আলিঙ্গন
বুকে জড়িয়ে রেখো তবে কলঙ্কের শাঁখ
যাকে তুমি এতদিন ভেবেছিলে অশ্লীলতা
জেনো পূর্ণ আলোতে সেখানেই পাবে শীতল দহন