হাত
যতই তোমার
কাছাকাছি ছাউনি পাতি
ততই দেখি
তোমার হাত নিশপিশ করতে থাকে
গত শতাব্দীর একটা মলিন ক্যানভাসের আঁকিবুকিতে
তোমার আঙুলের ভেতর
আঙুল রাখি যখনই
তুমি হাত ছাড়িয়ে
ভুল ইতিহাস-বইটির ধুলোবালি ঝাড়তে থাকো।
পরিচয়
কত কাছে তুমি আমি
অথবা সে! কত পরিচয়
যুগ-যুগান্তরে!
একে অন্যকে দেখি কতকাল
সত্যিই কি দেখা হয়
তার মুখচ্ছায়া
তুলে রাখা তার বিষাদ
আনন্দ-অভ্যাস!
ভিড়ের মাঝে
না দেখাই রয়ে যায়
বা ঈষৎ দেখা হয় আজীবন।
বিপুল ইচ্ছে
যদি আজ ভ্যানগঘে ভর করতো আমার হাতের ক্যারিশমা
সেদিনের শ্রাবণসন্ধ্যা কামিনীর ঘ্রাণ
আর গতরাতের ঘোর অমানিশায় বসে ছায়া দেখে কেঁপে ওঠা
দুঃস্বপ্নের ছবিটা রংতুলির রেখায়-রেখায় এঁকে ফ্রেমবন্দি করতাম
নিপুণ কারুকাজে তুলে আনতাম তোমার সেতারের অশুদ্ধ স্বরলিপি
ফরমালিন-আপেলের ভোজ শিকারি কুকুর আর নগ্নিকা রাতের ভাঁজ।
মন্তব্য