প্রাক্তন প্রেমিকার প্রতি
তোমাকে দেখি; কষ্ট পাই
যতটা কষ্ট পেয়ে মানুষ আত্মহত্যা করে
ততটা নিয়েই ভাবি—
চড়ুই পাখির মতো তুমি উঁকি দিয়ে গেলে
অন্ধ হয়ে যাই; তোমাকে ছাড়া আর কাউকে দেখি না
অন্ধ চোখে নেশা লাগে
ভ্রম কাটতে কাটতে কবি থেকে প্রেমিক হয়ে যাই
মাতলামি করি; পিনিক কাটাই
শুনেছি নেশাতে লাল হয় মানুষের চোখ
অথচ কতকাল—চোখের ভেতর নিকষ কালো দোজখ নিয়ে
আমি তোমার দিকে তাকিয়ে আছি।
নারী, একাধিক মৃত্যু ও হৃদয়ের ব্যবচ্ছেদ
না জানি কোন মহাজাগতিক ইন্দ্রজাল
তোমার আদ্যোপান্তজুড়ে
আমি বুঝতে পারি না
তোমাকে দেখে রাত হয়
চোখ দেখে ভয়
ঠোঁট থেকে নতুন সূর্যোদয়
তাই অনিবার্য আবেগের নগ্ন প্রতিমা দেখে
আমি জন্ম-মৃত্যু খেলি
ভুলে যাই নারীর সৌন্দর্যের ভেদাভেদ
তুমি গহীন রাতের অতিরিক্ত সিগারেট
বাম অলিন্দের ব্যথা
চোখের অতিরিক্ত জল, হৃদয়ের নিগূঢ় ব্যবচ্ছেদ।
মাত্রা
কত বড় ঝড়ের আঘাতে
ভেঙে পড়ে গেলে
সতর্কবাণী দেবে তোমার হৃদয়; বলে দাও
নিঃশ্বাসের আখর তবু বুকেতে জমাই
চিতার আগুনে পুড়ে যে নিহত শরীর;
অভিমানে উড়ে অবশিষ্ট ছাই।