এইটুকু থাক
তোমাকে যা দেই
রাখিনি লুকিয়ে এর বেশি। নেই
কিছু আর, দেওয়ার, এমনকি দেহ।
তবু কেন এত সন্দেহ?
কী খোঁজো এখানে-ওখানে
আর কী আছে এই মাংসের দোকানে
নেবে কি বুড়ো হাড়?
প্রেমের আগুনে পোড়া সিনাই পাহাড়?
কান পাতো ফুসফুসে
নিঃশ্বাসে নিঃশ্বাসে নেইনি কি শুষে
তোমার সকল শীত?
শোনো আজ সেই সঙ্গীত।
যা আছে বাকি,
থাক না, শুধু এইটুকু আমি রাখি,
কেবল তো একফোঁটা শিশির,
এইটুকু থাক এ নিঃস্ব ঋষির।
পরগাছা
একটি গাছ হামাগুড়ি দেয় নেমে আসে ওর ডাল থেকে।
অন্যটি তাকে কোলে তুলে নেয়
দাঁড়িয়ে রয়েছে সে কাল থেকে।
নতুন ডালে বসে পাখিদের কানে বাজায় সে ধর্মশ্লোক।
ফুল-পাতাদের কি আদরে টানে,
এপিটাফ বাজে পাখিদের গানে, বৃক্ষসভাতে শোক।
কালচারাল এক্সচেঞ্জ
তোমার চুল লাল, আমারটা কালো
প্রকৃতির এ বৈষম্যে কেউ কি তাকালো?
গলছে কালো লাল-উত্তাপে
সভ্যতার এ স্রোতধারা চলছে বয়ে, সম্পর্কের পাপে।
চোখ বুজলেই তোমার ছোঁয়া, উইদিন মাই রেঞ্জ
অন্ধকারে তোমার-আমার কালচারাল এক্সচেঞ্জ।