স্কুলঘর
নাম ছিল তার বুকের ভেতর, বাঁ হাতে ডাস্টার
মন চাইলে
যাচ্ছে লেখা, ইচ্ছে যখন খুশি মোছার।
শরীরে খুলেছি শচী, দোচালা স্কুল
পাঠ করে যাই পৃষ্ঠা খুলে—ফুলের নামটি বকুল!
না ফেরার দিন
তুমি না থাকলে সবই খারাপ এবং পরিস্থিতি
তবু ফেরার পথে, একলা হেসে সন্ধ্যামালতী;
সান্ত্বনা দেয়:
সময়মতো ওষুধ খেলে সকল অসুখ সারে।
আর কতকাল একলা ফেরা
এমন অন্ধকারে।
ঘরে, ডাক্তারনি কি এলো?
তাকে, বলি:
সেই তো ছিলো, সকল সময় এবং এখনো
তার যাওয়া নাই। আসার প্রশ্ন, প্রত্যাবর্তনে।
নীলক্ষেতের শালিকেরা
শালিকেরা দল বেঁধে যায় নীলক্ষেত,
লাল লাল ঠোঁটে তারা
খুটে খায় তেহারি;
বাহারি শরীর তাদের, ভেজা ভেজা মুখ
ধুয়ে নিয়ো নখ, প্রিয় বাঁধিয়ো না অসুখ।
মন্তব্য