নারুলী-০১
পথের সাথে পথের মিলনেই
রাস্তা দ্বিখণ্ডিত হয়
তুমি ভাবো, কিছুই বুঝি না আমি।
কত সময় এমনি এমনি পার হয়ে যায়
কত নদী অকারণে বয়ে যায়।
তবু আমরা রোদের গল্প করি
নদীর বিবরণ দেই
সময়ের স্মৃতিচারণ করি।
কখন যে একত্রিত হতে হতে
পরস্পরের মধ্যে পার্থক্য গড়েছি।
মনে পড়ে ছেলেবেলা, পাঠশালা
বউয়ের বদলে বউ বউ খেলা।
নারুলী-০২
রাত গভীর হলে
দূরে কোথাও মিষ্টি কণ্ঠে বেজে চলে
পুরনো গান নতুন সুরে
আর গুনে গুনে দিনগুলো আবার মনে পড়ে।
রাতে, কোন এক শরীরের ঘামে একাকার তুমি
আশ্বাসে বিশ্বাসে আজো পরে আছি আমি।
প্রকাশ্য, দিনে পাশ ফিরে চলে যায় কত নারী
আর সংসারে ভাঁজ করো পরো তুমি স্বামীর কেনা শাড়ি।
ঘুমে ঘুমে কেটে যায়, দিন কেটে যায়…
নারুলী-৩
পথ দেখলেই আমার রেললাইনের কথা মনে পড়ে।
এখনো আমি আচ্ছন্ন চোখে দেখি
সেদিনের কথা…
আমন্ত্রণ পেয়ে একদিন অনেক ভোরে
তখনও পাখি ডাকা হয়নি শুরু
মোরগের ডাকে হয়নি সকাল
জোৎস্নাও জেগে আছে।
ঠিক তখনই
আমাকে আমন্ত্রণ করা হলো
যে আমন্ত্রণের স্বাদ আমার হাতে লেগে আছে।
তোমাদের যদি কখনও দুধ খেতে ইচ্ছে করে
তোমরা উত্তরে যেয়ো
রেল লাইনের ধারে।
নারুলী-০৪
প্রত্যাশা, ক্রমশঃ পুঞ্জিভূত হতে হতে
রাত হয়ে যায়।
আমি প্রতিরাতে স্বপ্ন দেখি একটি বাংলো বাড়ি
আর একটি রাস্তার, যে রাস্তা এখনও নির্মিত হয়নি।
আমি কখনো নগরপিতা হলে
রাস্তাটি নির্মিত হবে। রাস্তার নাম নিরালারোড।
কিছুই হচ্ছে না, হয় না কিছুই
খালি, কী করে সব যেন শেষ হয়ে যাচ্ছে…
নারুলী-০৫
কী পবিত্রতায় তুমি থাকো
স্বপ্নে বিভোর আমি
কী যন্ত্রণায় দিন কেটে যায়
নিত্য দিবসযামী।
কী জীবন দিলে তুমি
ফি বছর কেটে যায়
স্বপ্ন এঁকে এঁকে।
কেউ জানে না, শুধু আমিই জানি
আমার নিরালা, নারুলীতে থাকে।
নারুলী-০৬
এই শহরে রাত হয়
এই শহরে দিন
এই শহরে তুমি থাকো
এই শহরেই ঋণ।
শহরের পাশে নদী আছে
নদীর পাড়ে গ্রাম
সেইখানেতেই তোমার বাস
নারুলী যার নাম।
ভুলে গেছো বাল্যকাল
ভুলে গেছো পাঠশালা
ভুলে গেছো স্বপ্ন-সাধ
ভুলে গেছো জ্বালা।
আশায় আশায় পড়ে থাকি
যায় চলে যায় দিন
এই শহরেই তুমি থাকো
সেটাই বড় ঋণ।
নারুলী-০৭
কিছু স্বপ্ন পথেই পড়ে থাকে
কিছু গল্প কখনো বলা হয় না
কিছু মানুষ অচেনাই থেকে যায়।
আমার ভালোবাসা পথেই হারিয়ে যায়
আমার স্বপ্ন ক্রমশঃ অস্থির হতে হতে
মেঘ হয়ে যায়।
মেঘের ওপারে তাহাদের ঘর
স্বপ্নে সাজাই স্বপ্নের বাসর।
নারুলী-০৮
কিছু স্বপ্ন গতিহীন
ক্রমশঃ ঘুরে ফিরে
আবার একত্রিত হয়
শহরে শহরে।
তোমার শহর
লাজুক ও মহিমাময়
তার মধ্যে আমার
স্বপ্ন ঘুরে বেড়ায়।
সেই শহরের এক কোণে
পাড়া নারুলীতে
বাস করে কবি একজন
স্বপ্নের বিপরীতে।
নারুলী-০৯
মাঝে মাঝে বাড়ি ফিরতে ইচ্ছে করে না।
এখনো মান-অভিমানের জায়গা আছে
দুঃখ শোনার কিছু মানুষ আছে
বাড়ি না ফিরলে গভীর রাতে ফোন আসে
তাই বাড়ি ফিরতেই হয়।
কোন কারণ ছাড়াই স্বপ্ন দেখি
আর একটি বাড়ির।
স্বপ্ন
সাধ
সংসার
যেখানে আটকে গেছে একুশ বছর।
নারুলী-১০
আমার কিছু দুঃখ আছে
কিছুটা পাওয়ার, কিছুটা না পাওয়ার
আমার কিছু কষ্ট আছে
কিছুটা সুখের, কিছুটা অ-সুখের।
আমার কিছু চাহিদা আছে
কিছুটা পূরণের কিছুটা অপূরণের
আমার কিছু লোভ আছে
কিছুটা নেবার কিছুটা দেবার।
আমার কিছু ইচ্ছে আছে
কিছুটা জ্বালার কিছুটা জ্বালাবার
আমার কিছুটা স্বপ্ন আছে
তোমার কাছে শোবার।