নাক উঁচুদের জন্য
দেখো, কী সুন্দর! সুখদ শিল্পিত ঢঙে নুয়ে গেছে
ফুল ফোটা রামডালু বা চাঁপা,
লিচু কিংবা ফলন্ত আমের শাখা-প্রশাখাও মাটি ছুঁয়ে ছুঁয়ে
লতায় লতায় ঝোলে কাঁচা-পাকা আঙুরের ঝাঁকা,
বিনয়ের অবিচ্ছেদ্য সৌন্দর্যের দৃষ্টান্ত ছড়িয়ে এরা;
এসব শাশ্বত শিক্ষা না কুড়িয়ে নিয়ে
কিভাবে মানুষ মাথা তোলে অহংকারে?
জানো কি সে কথা
উঁকি দিয়ে মাথা তোলা গাছেদের কাছে
প্রায়ই অশনি সংকেত পাঠায় বাতাস,
আগে-পিছে না ভেবে, না-বাড়তে দেয় বুঝ?
বুড়বকেরা হেলায় তা না তোলায় কানে ঝোড়ো রূপ ধারণপূর্বক
ভেঙে দেয় সে সবের হাত-পা, কোমর;
কোথাও বা আমূল উপড়িয়ে
নাক-উঁচুদের জন্য একইরূপ বার্তা অপেক্ষায়,
আঘাতে উদগ্রীব হয়ে,
হয়তো দু’দিন আগে বা দু’দিন পর।
পা ফেলেন চোখ খুলে
যার কাছে ইজ্জতের দাম অচল পয়সার মতো নয়, বরং অমূল্য,
তিনি নিয়তই পা ফেলেন চোখ খুলে,
কাঁটাবন পাড়ি দেন পায়ের সতর্ক আঙুলের
সম্মতি সাপেক্ষে।
জিহ্বা কণ্ডুয়ন থেকে এড়িয়ে চলেন।
কপচানো এলাকা থেকে সভয়ে থাকেন
শতো ক্রোশ দূরে এবং বাক্যটি বাইরে পাঠানোর আগেভাগে
কমপক্ষে দু’বার ভাবেন।
ভুলে একটু নাক তোলা নোংরা লেগে গেছে
বুঝলেই বসেন হাঁটু মোড়ে,
প্রবাহিত অনুশোচনায় পরিষ্কারে মন দেন।
যে কোনো ঝড় বা নত ঘাড়ে চেপে বসা ওজনকে বুড়ো আঙুল দেখিয়ে
প্রাত্যহিক কাজে এগিয়ে থাকেন বিশুদ্ধ মানুষ এভাবেই।
তবে, এ সংখ্যা আঙুলে গোনা;
যেখানে এসবে সংখ্যাধিক্য
সে সমাজ অনুকূল অবস্থানে ততটা এগিয়ে।
ছানাবড়া চোখে না তাকিয়ে তুমিও সে সবে অংশীদার হও,
পারলে, জাতি গঠনেও অঙ্গুলি হেলাও
যেহেতু প্রহর গণনায় এর জন্য অনেকেই।
সে হাতের কাছে
আত্মা, পাখা মেলে ধরে প্রত্যাবর্তনের পথ,
মাটির খাঁচাটি পড়ে থাকে অনাদরে;
অথচ মিনিট আগেও সে
নদীর কিনারে ছিল পার্থিব চিন্তায়,
ধরবে-মারবে, গড়বে কত কিছু
স্বপ্নগুলো বড় হয়ে ছড়াচ্ছিল শাখা-প্রশাখাও,
দুলতে ছিল ফুল-ফল;
কোনোটায় অঙ্কুরোদগমও চলতে ছিল মৌসুমের।
হঠাৎ একটা অনিবার্য নিয়মের হাত এসে
গা থেকে খসিয়ে নিলো সমর্থন;
সময়ের অজুহাত খাড়া করে এক হাত নিয়ে
উল্টাপাল্টা করে দিলো গাঁটের হিসাব।
অশ্রুসিক্ত গড়াগড়ি, কাকুতিমিনতি
বা অগ্নিস্ফুর্লিঙ্গ ছোড়া ভয় প্রদর্শন
সে হাতের কাছে থুতু বিন্দুর চেয়েও মূল্যে কম।
তাহলে, কিসের বলে ঈগল সুরতে
হুমকিতে ঝাঁপিয়ে পড়ো অন্যের কথায়?
ঘাড় ঘুরিয়ে ফিরিয়ে, আঙুল নাচিয়ে
দিচ্ছো ডোরা-কাটা-ডাক?
এই মাটি আবাদের, নয় তা দাপিয়ে বেড়ানোর;
তাই, আকণ্ঠ ডুবিয়ে নয় আর আসর জমানো।