দুর্লভ
এবাদতে ঈশ্বর মেলে
তোমাকে মেলে না।
তুমি নক্ষত্র বলেই আমি গ্রহান্তর
চাঁদকে বলেছি
তোমাকে এনে দেব পর এককালে।
অভিমান
তোমায় মনে পড়ার ভয়
. তোমাকে ভুলিয়ে রাখে
ফুল থেকে ফুলের দূরত্বে শুক্রাণু
ফড়িংয়ের পায়ে পায়ে
অনাগত ফলের বিলুপ্তিবোধে
নিঃশ্বাসে তার ছড়িয়ে দিচ্ছে
. অভিমানের বিষ ও বাসনা
ফল থেকে ফলের দূরত্বে
অধির বেঁচে থাকা উদ্ভ্রান্তকাল
সেই কবে পুড়ে গেছে উপেক্ষার আঁচে!
আজও তবু সে কথা বিনয়ে বলি—
যে ফুল ঝরে গেছে বয়সের ভারে
সে ফুল আমি জমা করে রাখি
. আমারই মনের অগোচরে—
যা কি না তোমায় ভোলায়
. তোমাকে মনে পড়ার ভয়!
দেবী
ভুল করে ফোন এলো অনুরোধ ডাকে
কী মধুর সে যে ডাক, কী বলিব তাকে!
মন্দ কি, এমন মধুর ভুল হয় যদি পুনঃ?
ভুবনজুড়ে তার কণ্ঠের স্পর্শ লেগে থাকে!
এমন ভুবনজোড়া তার, এমন হৃদয়ভরা নাম!
আমি সব দেবতারে ছাড়ি, কে ভাবে প্রেমের পরিনাম?
সাগরের নোনাজল মেনে অনিমিখে চেয়ে থাকে মাছ
আমি নয় চেয়ে থাকি জলে, আশা-নিরাশার বিধিবাম।
প্রথম সূর্য
না হয় হারিয়েছি অনেককিছুই
অকাতরে খুইয়েছি প্রাণ—
. সম্ভ্রম ও গান
অবারিত মনের স্বপ্ন-আউভান,
না হয় ভেঙে গেছে মন, আহতপ্রবণ—
হৃদয়ে শূন্যতা— আকাশে আকাশ…
তবুও, লাল টিপটি পরার আগে
যখন সবুজ সেটে দাও—
আলগোছে খুলে দাও কেশ
শত দ্রোহে-বিগ্রহে, চাপা ক্ষোভ-অভিমানে
প্রথম সূর্যের মতো প্রশান্তিময়
তুমি হয়ে ওঠো আমার প্রিয় বাংলাদেশ।
গেম
কথা ছিল আমি থাকব
কথা ছিল তুমি—
কথা ছিল না অন্যকোনো,
কথা ছিল কথা থাকবে
কথা ছিল কায়া—
কায়া কথা’র সঙ্গে থাকবে মনও।
আজ কথা নেই আছি আমি
আমিই শুধু আছি,
কায়া’র সঙ্গে মনের সঙ্গে
খেলছি কানামাছি।