কাঁটাতার
দীর্ঘায়িত হচ্ছে মাথার জ্বলন্ত সে ভার
তেজী ঘোড়া চলছে ছুটে টগবগিয়ে তার
খুরাঘাতে থেঁতলে গেলো পুরো শরীর আজ
মনের ঘরে জন্ম নিচ্ছে জ্বলন্ত উনুন
জটিল মনের খবর পাওয়া কঠিনতর হলো
নিঃশ্বাসে তার পুড়ছে হৃদয়, তার বেদনা সহে
দীর্ঘ দিবস যাচ্ছে কেটে, তারার পথে পথে
মনের ঘরে কোন কাঁটাতার বাধার কথা কহে?
দহনজ্বালা
হৃদয় আমার মুক্ত করে ঘুরেছি দিক-দিকে
মনের সঙ্গে লড়াই করে দেখেছি সব ফিকে
ভিষণ গোপন আশা ছিল, মনের জমি তার
কেউ করেনি দখল আজও কেউ আসেনি আর?
মনের জমি খালি পেলে ফোটাবো নীল ফুল
ভোরের রোদে কচি পাতায় হাসবে কালো চুল।
খোলস ভেঙে ঝিনুক দেবে মুক্তা রাশি-রাশি
তোমার ঠোঁটে হাসিতে আজ বাজবে প্রেমের বাঁশি।
মখমলে দিন পেখম মেলে যাক উড়ে যাক দূরে
ঋতুর মতো রূপ যেন তার বদলে না যায় পুড়ে
লতার মতো ভালোবাসায় আগলে দহনজ্বালা
বুকে ঘটুক রক্তক্ষরণ, গলায় প্রেমের মালা।
চাঁদের আলো
এই যে তোমার স্বচ্ছ সরোবর
রুপালি ঢেউ চাঁদের আলো মেখে
গাছের পাতায় চিলতে ভালোবাসা
রাঙিয়ে মন আকাশচোখে দেখে…
মরিচ বাতি, উঠছে জ্বলে চোখে
আলিঙ্গনে নিবিড় বাহুডোরে
আকাশ কাঁপে গহীন রাতের গাঙে
চারজোড়া চোখ তাকায় কাতর ঘোরে…
ভেসে যেতে চাই যেন আজ কোথাও
মনের গভীর গোপন দুয়ার খুলে
ভালোবাসা লুটাক বুকের পরে
বকুল ফুলের ঘ্রাণ লেগে থাক চুলে।
আরও পড়ুন: নারী স্বাধীনতা: আজকের পটভূমিতে ॥ জান্নাতুল যূথী