এক.
কবিতা লিখি বলে
এই যে তুমি উপহাস করো
জেনে রেখো, সে কবিতায়
তোমাকেই অমর করে রাখি।
দুই.
আকাশ একটি ধারণা মাত্র
ওই যে নীল, তার সবটুকুই চোখের ভ্রম
শুধু মেঘ সত্য, সে বৃষ্টি ঝরাতে পারে।
তিন.
স্মৃতি আমার হিরার টুকরো
কাঁচ ভেবে সে আমাকে
ফালি ফালি করে কাটে।
চার.
জল জানে
নিজেকে ঝলসানো ছাড়া
আগুন নেভে না
পাঁচ
আমি যে তোমার কথা ভাববো না আর
সেই কথাটাই ভাবছি সারাটা সময় ধরে
মন্তব্য