ডাক
মনের ভেতর কষ্ট ছিল
বনের ভেতর পাখি
আমায় কেন ডেকেছিলি
সন্ধ্যাতারার আঁখি!
পথ
এই পথ ধরে আমার বন্ধুটি যায়
আমিও বন্ধুর বাড়ি আসি এ পথেই
আমাদের দুজনের মাঝে তাই
প্রকৃত বন্ধুর মতো এত পথ…
পুকুর
গায়েপড়া জলের প্রসঙ্গগুলো
সন্ধ্যায় নেমে আসে নিঝুম পুকুরে
শান বাঁধানো ঘাঁটে খুলে রাখে তাদের
অতীতের রূপের অহঙ্কার, শঙ্খগুঁড়ো
তারাদের শীষ্, গহনার অন্ত্যমিল ছুড়ে
মাছ ডাকে
তারপর একে একে কথাগুলো
নিশ্চুপ হয় যায়, মাছকন্যারাও
ফিরে যায় মুগ্ধতা শেষ হলে!
নাব্যতা
যে কথা বেইলি ব্রিজের নিচে
নদীটিকে বলি, সে কথা তোমাকে বলি না
যে কথা তোমাকে বলি
সে কথা নদীকে বলি না
অথচ নদীর ভাঙনের কথা এসে
তোমাকেই বলি, অবিকল নদীকেও
বলে ফেলি তোমার সুজন মাঝির কথা…
মেয়েটি
ওই তো মেয়েটি আসে
যার পথ চেয়ে বসে থাকে
আমাদের ভাইরাল ফিবারের হাওয়া…
মন্তব্য