জন্ম, মৃত্যু এবং ঈশ্বর
এক.
জানি, ঈশ্বরের কাছে ক্ষমা পাব না
কারণ, আমার সকল ইবাদত ছিল তোমাকে পাবার আশায়।
দুই.
তোমার ভুল ধারণা। খোদার সাথে তোমার;
আলাপ না করে আমি স্বর্গেও যাব না
তিন.
সিজদায় পড়ে থেকে লাভ নেই;
জীবন সত্য, মরণ সত্য, সত্য যদি হয় ঈশ্বর
স্বর্গ নরক পাবে সবই খুঁজে দ্যাখো তার ভেতর
চার.
আমার একটা সূর্য ছিল; সুন্দর, সোনালি।
তুমি চলে যাবার পর সে পৃথিবীকে চুমু খাওয়া বন্ধ করে দিয়েছে
পাঁচ.
আমার হৃদয়জুড়ে নৈকষ্য দুর্ভিক্ষ এ’ক ।
বলো কেবল… তৌফিক তোমার হবো!
পশ্চিম দিগন্তে আমি সূর্য উঠাবো কাল থেকে
ছয়.
তোফিক, সে তোমায় ছেড়ে চলে গেছে । একা একা কাঁদছ! মনে রেখ,
জন্ম থেকে সূর্য পৃথিবীর চারপাশে একা-একা জ্বলে-পুড়ে মরছে…’
সাত.
ফুল কুঁড়ানির উদার আমন্ত্রণ, এই স্বর্ণালি সন্ধ্যায়, সবাই আনন্দে প্রেমে পড়ুক
দ্যোতনায় কিছু মালা বিক্রি করা যাবে
বনমালী তুমি, চারু ফুলের ডালা হাতে
এক হৃদয়ের সম্পদ কাকে দেবে?