মানুষ কেমন বদলে যায়
জঙ্গলের কেউ নেই। শুধু কয়েকটা মানুষ
এক ঝাপটায় এসে দাঁড়িয়েছে
নতুন ফসলের বীজতলায়
সন্ধ্যার আগে জঙ্গল থেকে বেরিয়ে
সূর্যলাল দেহ নিয়ে শিকারি পায়ে এসে দাঁড়ায়
লাল ঝুটি মোরগ
মোরগ নয় যেন মিছিলের অভিযাত্রী
‘এসেছি রোদ্দুরের স্নানে, জীবনের গানে’—এই
স্লোগান বুকে নিয়ে!
নিমিষেই মানুষগুলো সেনাদল হয়ে ওঠে
সন্ধ্যার কালো ডাইনি হাতে
খুনি লাল করে তোলে মোরগটাকে
এক ঘণ্টার ব্যবধানে
ক্যাম্প ফায়ারে
সূর্যলাল কেমন খুনি লাল হয়ে ওঠে!
আলো ও ছায়া
০১.
প্রতিটি আলোর নিচেই একটি ছায়া থাকে
অথচ প্রতিটি ছায়ার পাশে
আমি কোনো আলোর দেখা পাই না
প্রতিটি আনন্দে আলোয় মুখ খুঁজি;
ছায়ার কথা ভুলে যাই
অথচ বেদনার দিনে আলোতে
নিজেকে পোড়াতে পোড়াতে
ছায়ার অন্ধকারেই মুখ লুকাই!
০২.
ছায়া এক কালো পতঙ্গ
আমার পাশেই থাকে
আলো কাছে এলেই ছায়া বিহ্বল
লুকিয়ে পড়ে আমার শরীরে
ছায়া তখন পতঙ্গের অধিক আলো প্রেমিক;
আমার ভেতরের ছায়ারা আলোতে পুড়তে থাকে!
গোলাপ রাষ্ট্র
গোলাপের কণ্ঠ
তার শরীরের লাবণ্যের গভীর
থেকে উঠে আসা রঙ
অসংখ্য গোলাপের কণ্ঠ নিয়ে
গড়ে ওঠে
একটি গোলাপ রাষ্ট্র;
যেখানে রয়েছে সংবিধান
শুধু নারীরাই মিশে যেতে পারে
সে গোলাপের রঙে;
বুঝতে পারে গোলাপের মেজাজ