জিকির
গুলবদন,
তোমার রূপে অন্ধ হয়ে পথ হারায় একবিংশ শতাব্দী।
এশিয়া-আমেরিকায় যুদ্ধ যুদ্ধ খেলা
পুড়ছে জাপান আনবিক বোমে
ফিলিস্তিন উদ্ধাস্তু শিবির
আদর্শহীনতার খরায়
বেপথে আফ্রিকা
মরছে আদিবাসী অস্ট্রেলিয়া
ভেঙে পড়ছে মানুষের শির
আজও পত্রপল্লবে গুলবদন গুলবদন জিকির।
গুলবদন
রজঃস্বলা গুলবদন প্রতিমাসে অজস্র রক্ত ঢেলে
উর্বর করে—আগামী দিনের পৃথিবী; ফসলের মাঠ
রক্তাক্ত মাঠের উইঙ্গার
আমার সন্তানের ডান-পা
অন্যপ্রান্তের পা ডিফেন্স;
গায়ের বাতাসের গায়ে সে কথা লিখে পাঠায় আমাকে
মুগ্ধ আমন্ত্রণে গুলবদনের দু’বাহু জড়িয়ে
ছড়িয়ে দেই শহরের
চেনা পথ; অলিগলি
গুলবদনের রক্ত ও
মাংসে। শুষে নিয়ে বেড়ে উঠছি আমি ও আমরা;
সন্তানগণ। আসলে ঠকতে ঠকতে জিতে যায় গুলবদন।
ইনসুলিন
উত্তেজনার রক্ত উজান গায়ের দিকে ছুটছে তোমাকে পেয়ে হারিয়ে।
ক্রমে ক্ষয়ে যাচ্ছে হিমোগ্লোবিন
চাষীরাও সরে যাচ্ছে রক্তে নোনতা স্বাধের অভাবে
ডায়াবেটিস আক্রান্ত স্বভাবে
কেবল বাঁচিয়ে রাখতে পারে তুমি নামের ইনসুলিন।
হিমোগ্লোবিন আর ইনসুলিনের মাঝে আমার মন
গুলবদন গুলবদন।