অপূরণ
হেমন্ত-বসন্তের বাহু ধরে রাজপথে মাঝরাতে
কোকিলের আনাগোনা নীলাদের বাগানে;
রোদ বৃষ্টি মাথায় একা একা ঘুরি।
মেঘবালিকা,
ভরা বর্ষা বাদলের দিনে
তুই কি, মাথার ওপর ছাতা হবি?
গুলবদন
গুলবদন
তোমার রূপে অন্ধ হয়ে পথ হারায় একবিংশ শতাব্দী
এশিয়া-মেরিকায় যুদ্ধ যুদ্ধ খেলা
পুড়ে গেছে জাপান ধ্বংস বোমে
ফিলিস্তিন উদ্ধাস্তু শিবির
বিশ্বাসের খরায়
বিপথে আফ্রিকা
মুমূর্ষু আদিবাসী অস্ট্রেলিয়া
ভেঙে পড়ে মানুষের শির
আজও পত্রপল্লবে গুলবদন গুলবদন জিকির
উত্তেজক রক্ত
উজান গাঁয়ের দিকে ছুটছে তোমাকে পেয়ে হারিয়ে
ক্রমে ক্ষয়ে যাচ্ছে হিমোগ্লোবিন
চাষিরাও সরে যাচ্ছে রক্তে নোনতা স্বাদের অভাবে
ডায়াবেটিস-আক্রান্ত স্বভাবে
কেবল বাঁচিয়ে রাখতে পারে ‘তুমি’ নামের ইনসুলিন
হিমোগ্লোবিন আর ইনসুলিনের মাঝে আমার মন
গুলবদন গুলবদন
মন্তব্য