অন্য আমি
০১.
গোরস্তানের পাহারাদার করলে কেন আমায়?
একলা থাকার খবরটা সে নিত্য হেসে জানায়
সারাজীবন যতন করার সব আয়োজন ফেলে
খুব সহজেই মর্ত্যলোকে আমাকে সে হারায়…
০২.
খাঁচার দুয়ার খোলাই থাকে তবুও পাখি ফিরে
মুক্ত পাখির এমন স্বভাব এই পৃথিবীর ভিড়ে
দেখে দেখে পাখির মালিক তারে আপন ভাবে
হঠাৎ পাখি উড়াল গানে সকল বাঁধন ছিঁড়ে…
০৩.
এক পৃথিবী আমার ভেতর একলা নীরব চলে
মাতম চলে আসল ঘরের ভেতর বাড়ির জলে
আগুন পোষে গগন রাখি মোহন মাটির ঘরে
চোখেল মানুষ আমায় দেখে সরব কথা বলে…
০৪.
হরফ শিখে খবর লেখে—অনেক কথাই বলি
নীরব মাটির সরলতায় তার ওপরেই চলি
আমার ভেতর মাটির আওয়াজ অবহেলায় থাকে
ভেতর মাটির ডাক পেলে দেই আমায় জলাঞ্জলি…
ইশকের মায়া-সংসার
রঙ তরপিনে মিশলেই লোপ হয় যে ঘনত্বের
সেই গুণ হারালেই রঙ পায় ঘর চমকের কাজ
অশ্রুর পতনের পর কষ্টের অবিরাম হাত
নিশ্চুপ করে প্রস্থান, বুকের ভার নেমে উদ্ভাস
পর্যাপ্ত সুখের ক্ষণ…
বন্যার্ত জমিনের উর্বর যেই মৃত্তিকা দলদল-
কর্দম হয়ে হাসফাঁস খুব করছিল শুষ্কের
দর্শন পেতে বারবার। রোদ মিশ্রণে কর্দম;
সুখ হয় কৃষকের যেই, হুটহাট পৃথিবীর বুক
স্বস্তির ফেলে নিঃশ্বাস।
দিন রাত হলে করবেই উৎসব জোনাকির দল
আলপথ আলোময় আহ্! রাত্রির চোখে আফতাব
নক্ষত্র অবুঝ হয় যেই—ফুল ফোটে রাত্রির।
রাত নামলে মিনার হয় দর্শক, নিশাচর চুপ
ঘুমহীন সাধকের চোখ বন্ধন খুলে; ইশকের
সাক্ষাৎ খোঁজে নিশ্চল ধুকপুক করে অন্তর—
মৌ-ময় পৃথিবীর সব।
বীজ মিশলে মাটির হয় সৃষ্টির নেশা সম্ভব,
জন্মের ক্ষুধা পায় ক্ষেত মুক্তির আশা খাদ্যের
প্রেমহীন কোনো সৃষ্টির প্রাণ নেই বলে প্রেম হয়-
তাই সব প্রেমিকের ঘর—বৃক্ষের কিংবা চিত্তের
সত্তার মিলনেই হয় সৃষ্টির যত উল্লাস
আত্মার বিলীনেই সব ইশকের মায়া সংসার
আর নয় কিছু চিন্তার…
গন্ধমঙ্গল
পোয়াতি ধান ক্ষেতের আলে—
কালোজিরা ধানের কাঁচা গন্ধ ওড়ে
আমি থমকে দাঁড়াই অচিন আনন্দে
পৃথিবীর সব সুগন্ধি বণিক, শোনো!
একবার এসে দ্যাখো কি অপার মৌতাত!
আমার পথেরা কোথায়?
আমি কোন পথে যাব?
আমি কি ফিরব না ঘরে?
মুগ্ধ নাচনে সত্তার কোষে কোষে
কালোজিরা ধানের কাঁচা মৌতাত
দীর্ঘ জীবনের প্রত্যশা বাড়ায় আমার।
আহা! মুগ্ধসুবাস। আহা! আতপের গন্ধগান…
তোর অনুরাগে পথ হারালাম! কে বলে আমার বাড়ির পথ?
ওরে পুবাল রাখাল! বলে দাও কোন পথে ফিরি নবীনগরে?
আহা! কত বছর ধরে পথ হারাতে হারাতে আমি
চিনিগুড়া আর কালোজিরা ধানের গন্ধে মাতাল হলাম
উজানের গাও ছেড়ে দৌড়াতে দৌড়াতে পেলাম সেই
মন আকুল করা কাঁচা আতপের ইন্দ্রীয়সুখ—মৌতাত…
আমি পথ হারানোর লোভে পূর্বে এসেছি
আর তুমি পথের জন্য হয়েছ আকুল?
কাঁচা ধানের ক্ষেতের আলেয়ায় পথ হারিয়েছ!
পেয়ে যাবে নিশ্চিত নয়া জীবনের সুবাসিত আলিঙ্গন…