ক্রিয়া-প্রতিক্রিয়া
আসলে আপনি একটি শিশু খুঁজছিলেন।
এবং তাকে পেয়ে গেলেন।
ছয়মাস বয়সে তাকে হামাগুড়ি শেখালে সে
আপনার কাছে হাঁটতে শেখার আবদার করলো।
আপনি বললেন,
‘আমার ছাপহীন শরীরের প্রতিটি ভাঁজ তোমার হাঁটি হাঁটি পথ।’
একথা শুনে সে আপনার পা থেকে হাঁটা শুরু করলো৷
হাঁটতে হাঁটতে হাঁটতে হাঁটতে…
একসময় আপনি দেখলেন শিশুটি আপনার মাথায় উঠে ডুগডুগি বাজাচ্ছে।
এট দেখে আপনি বিরক্ত হলে সে বললো,
‘তোমার ছাপহীন শরীরের প্রতিটি ভাঁজ আমার হাঁটি হাঁটি পথ।’
সহমত ভাই
রাষ্ট্রকে হলিউডে ভরে যারা টানছে নিমাই…
আক্ষেপ
সিঁড়ি বাইয়া উইঠা পড়ো
একটা থেকে অন্য
আমার সিঁড়ি চাইয়া থাকে
পায়ের ছাপের জন্য।
প্রমাণ অংক
আমি জানি,
প্রায়শই তুমি আমাকে ভাবো
হয়তো ভাবো না
মনে করি,
তুমি আমাকে প্রতিনিয়তই ভাবো
এই মনে করা ভাবতে ভাবতে
ভালোবাসায় ভরে ওঠে আমার বিরান পতিত
হৃদয়ে চুম্বকের মতো
লেগে থাকে তোমার আঠালো হাসি
প্রমাণিত হয় তোমাকে ভালোবাসি।
মাঝি
তোমার গন্ধ লেগেছে বলে
আতর মাখি না গায়ে
তুমি জলের শ্রীমতি কন্যা
উঠবো তোমার নায়ে;
মন চায় মাঝি হয়ে যাই
রাত বিরাতে তোমার ভেতর
বৈঠা দিয়ে নৌকা চালাই।