কোভিড-১৯
একুশ শতকের অবতার
শুধু কংস কিংবা রাবণ নয়;
যার বিক্রমে অগণন দেবতাও
নিয়ত মৃত্যুমগ্ন হয়।
লকডাউন
মেঘের আড়াল থেকে যুদ্ধ করছে ইন্দ্রজিৎ
রামসেনারা অসহায়
পলাতক অপেক্ষা তাদের
আস্থা: শত্রুর দুর্বলতায়
কোয়ারেন্টাইন
অঙ্গরাজ্যে প্রবেশ করেছে পাণ্ডবেরা
সাজতে হবে বৃহন্নলা
নইলে শর্তভঙ্গের দায়ে
কাঠগড়ায় শুকোবে গলা।
সামাজিক দূরত্ব
কাছাকাছি থাকবার জন্য প্রার্থনা করেছিলেন নিয়ানডার্থাল
বাঁচার আশায়
এখন দূরে থাকবার জন্য লড়াই করছে তারই উত্তরপুরুষ
বাঁচতেই চায়।
আইসোলেশন
‘আমিই কেবল নিজের মুদ্রাদোষে হতেছি আলাদা’
কবি বলেছিলেন; বেশ আগে
নিজের ঘরেই আলাদা হচ্ছে মানুষ
জীবন না-থাকলে, মুদ্রাদোষ কি লাগে!
মন্তব্য