কোভিড নাইনটিন-১
কুশির ফাঁকে ফাঁকে ফুল খেলানোর সময় এটা
কোয়ারেন্টাইনে আছে নদী—গাছপালা
তেজপাতার ডালে লালটিকার বুলবুলিটা
একলা ঘুঘু, জোড়া ঘুঘু, হঠাৎ দেখা দোয়েলটা—
নিমের ডগায় নদীর প্রেম চক্রাবক্রা মাছরাঙা
শুধু চৈতালি বায়ুর চলাফেরা বেড়েছে অবাধ
উড়ছে বিরহনীলের বুকে শাদা শাদা মেঘের তুলা
স্বকীয় সজ্জা ফিরেছে রাতের—শুনছি নির্জনতা
লুটপাট হয়ে যাওয়া রূপ ফিরে পেয়েছে বসন্ত
কোলাহল কমেছে হাটে, বাট্টা কমেছে ঘাটে—
সন্ধ্যার বাঁশঝাড়ে বেড়েছে বকের পাখার ঝাপটা—
জঙ্গলে ভাঁটের ফুল, কলি এসেছে শিয়ালমুতরায়,
তবুও ঘোমটা খোলেনি জোঁনাই পোকা—
এবার লকডাউন হয়ে যাও খামোশ মন্ত্রীরা
আসছে আমাবশ্যায় ঝাঁকে ঝাঁকে ফিরে আসুক আলোর পাখিরা—
কোভিড নাইনটিন-২
দেশে লকডাউন চলছে, সবাই হোম কেয়ারেন্টাইনে
সড়কে সড়কে সেনা টহল—পুলিশ—ম্যাজিস্ট্রেট
এদিকে জ্যোতিষীর পেট খালি জনশূন্য শুক্রবারে
ঘরে চাল নেই, জ্বলেনি চুলো, জ্বালাটা কে বুঝবে!
ফুটপাতে ভাগ্য বলা লোকটি আসলে দিনমজুর
কখনো নিজের হাতটি দেখার সুযোগ পায়নি সে!
কোভিড নাইনটিন-৩
জন্মের আগে একা ছিল জঠরের সময়গুলো
মৃত্যুর পর কাফন মুড়িয়ে আসে চির একাকিত্ব
মাঝখানে বিরতি: জীবন, বয়ে চলা নদীর মতো
করোনাভাইরাস অমোঘ নিঃসঙ্গতা মনে করালো
তুমুল কোলাহল মানে আইসোলেশনের প্রতীক্ষা
মানুষ শুধুই নিজের পাহারাদার, বাকি সব মিথ্যা।