কথা
শোনো—
আমরা আর
কথা কবো না
খালি ইশারায়
কাছে যাবো
চুমু খাবো
কামড়াবো—
চোখে চোখে
তাকাতেই
সব বুঝে
নিবো, সরল
কথা বলা
ঝামেলা,
ঝগড়া
বেশি হয়।
বৃষ্টিদিনে
নয়নতারায়
জল হয়ে যাই বৃষ্টি দিনে
তোমার পায়ে কাদা
হয়তো আমি
কেবলই
এক
সামান্য তোয়ালে। মোছা
শেষে মেলে রাখো
বারান্দার
গ্রিলে।
অনিয়ম
আমি যে তোমারে ডাকি, আসো
আমি যে তোমারে বলি খাও
আমি যে তোমারে চাই
সামনে পেছনে
ঊর্ধ্ব
অনূর্ধ্বে, মনে
শরীরে—সবখানে
যতভাবে পাওয়া যায় পেতে চাই
যতভাবে যাওয়া যায়, যেতে চাই।
মন্তব্য