কঠিন যন্ত্রণা, প্রেমিকা হওয়ার
প্রেমিকা হওয়ার যন্ত্রণা বড় কঠিন,
একবার ভালোবেসে ফেললে ফেরত নেওয়া যায় না,
অফেরতযোগ্য ভালোবাসা ভালোবাসে প্রেমিকারা!
বিশাল সমুদ্রও নিজস্ব ঢেউগুলো গুনে গুনে
বুঝে নিয়ে ফিরিয়ে নেয়, প্রেমিকা পারে না!
গণনাহীন ভালোবাসা ভালোবাসে প্রেমিকারা,
অফেরতযোগ্য ভালোবাসার
যন্ত্রণা বড় বেশি কঠিন।
রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে,
অবহেলায় অযত্ন হওয়ার আশঙ্কাতেও ফিরিয়ে নেওয়া যায় না,
প্রেমিকা হওয়ার যন্ত্রণা যে বড় কঠিন,
একবার ভুল করে ভালোবেসে ফেললে
আর ফেরত নেওয়া যায় না!
সমসত্ত্ব দ্রবণ থেকেও পৃথক হয় দ্রব;
প্রেমিকা পারে না, প্রেমিক থেকে প্রেম পৃথক করতে।
অপৃথকযোগ্য ভালোবাসা ভালোবাসে প্রেমিকারা।
বড় কঠিন সে যন্ত্রণা, প্রেমিকা হওয়ার!
অনিবার্য অনিশ্চিত অচিনতা
আশ্চর্যান্বিত হই না আর
পৌষেও আকাশ ঘনসাদা করে নামে বৃষ্টি,
আলোর নিচে থেকে থেকে
নাচে বৃষ্টিপোকারা,
দৃষ্টিজোড়া অন্ধকারে বিদ্যুৎ-চমক
আলো ডেকে আনে।
খাঁচার ভেতরের হৃৎপিণ্ডটা নরম
তুলোর মতো করে ধরে রাখে কেউ,
যেন বা খুব কষ্ট হবে, অথবা
ভেসে যাব অচিরে অনিবার্য অনিশ্চিত অচিনতায়!
এমনটা সোহাগ চাইনি জানো,
ডানা ঝাপটে উড়ে যেতে চেয়েছি-
যাইনি, কিংবা বলতে পারো
হয়তোবা পারিনি!
খুব যত্নে আছি আমি
শুধু আশ্চর্যান্বিত হবার ক্ষমতাটুকু গেছে উড়ে!
কিছু আলো খুব কালো কালো
খুব-কিছুটা ক্ষিপ্রতা রেখ বাকি
যৎসামান্য হলেও,
কিঞ্চিৎ বাকি থাকা ভালো।
আঁধার কিছু রেখ,
নিকটবর্তী হতে
আলোও, হতে দূরবর্তী!
কিছু আঁধার খুব উজ্জ্বল
ক্ষিপ্র আলিঙ্গনের সাক্ষী,
লালাভ চুম্বনের দ্রষ্টা!
কিছু আলো খুব কালো কালো
যারা চিরদিন বিয়োগের সাক্ষী।
মাঝি নিয়ে নদী খুঁজি
প্রেমে পড়ে,
লোকে অঝোরে ভিজে…
কেউবা,
ভিজে ভিজে প্রেমে পড়ে।
আমি প্রেমে পড়ে রৌদ্র পোহাই,
উষ্ণতায় পুড়ে পুড়ে ভিজি।
প্রেমে পড়ে লোকে পূর্ণিমা খোঁজে
আমি খুঁজি অমাবস্যার স্পষ্ট নক্ষত্র।
লোকে সমুদ্রে যায়, ঝিনুক কুড়ায়
আমি ঝিরিতে নুড়ির খোঁজে।
নদীতে যায় লোকে মাঝির খোঁজে
ঢেউ পাড়ি দিতে।
মাঝি নিয়ে নদী খুঁজি
ঢেউয়ে ডুবে যেতে।
ওড়ে উন্মুখ
আকাশজুড়ে যেমন করে
যায় উড়ে যায়
একদঙ্গল কিচিরমিচির ডাকি,
তেমন করে উড়িয়ে দিয়ো
আনাচকানাচ লুকিয়ে থাকা সকল সাধের পাখি।
ওড়াতে সুখ
ওড়ে উন্মুখ
কুড়াতে সুখ
ঘোরে উন্মুখ।
উড়িয়ে দাও শরীরজোড়া উন্মনা সুখপাখি।
উড়ে চলুক দশদিগন্তে পাখির ডাকাডাকি।
আরও পড়ুন: ফড়িঙের পাখা পোড়ে ॥ শিহাব শাহরিয়ার (ভিডিও)